ব্রিটেন থেকে আগত বিমান নিষিদ্ধ করার দাবি কেজরীবালের! ‘সরকার সতর্ক আছে’ আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর
ইতিমধ্যেই বেলজিয়াম, নেদারল্যান্ড-সহ বেশ কিছু দেশ ব্রিটেন থেকে আগত বিমান নিষিদ্ধ ঘোষণা করেছে।
নয়া দিল্লি: ব্রিটেনে হু হু করে ছড়াচ্ছে নতুন অভিযোজিত করোনাভাইরাস (COVID)। যার ফলে চিন্তায় গোটা বিশ্ব। তড়িঘড়ি বৈঠকে বসছে এ দেশের স্বাস্থ্যমন্ত্রক। তখনই ব্রিটেনে থেকে আগত সব বিমান নিষিদ্ধ করার দাবি তুললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। টুইট করে কেজরীবাল লিখেছেন, “নতুন অভিযোজিত করোনাভাইরাস অধিক গতিতে ব্রিটেনে ছড়াচ্ছে। আমি কেন্দ্রীয় সরকারের কাছে ব্রিটেন থেকে আগত বিমান নিষিদ্ধ করার আবেদন জানাই।”
রবিবারই ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী মেট হ্যানক জানিয়েছেন, সে দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। নতুন অভিযোজিত করোনাভাইরাস অধিক সংক্রমিত হচ্ছে। যার ফলে অধিক মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। ইতিমধ্যেই বেলজিয়াম, নেদারল্যান্ড-সহ বেশ কিছু দেশ ব্রিটেন থেকে আগত বিমান নিষিদ্ধ ঘোষণা করেছে।
আরও পড়ুন: নতুন রূপে হানা দিয়েছে করোনা, ‘আউট অব কন্ট্রোল’ ব্রিটেন! তড়িঘড়ি বৈঠকে দেশের স্বাস্থ্যমন্ত্রক
ব্রিটেনের স্বাস্থ্য বিশেষজ্ঞ সুসান হপকিন্স জানিয়েছেন, ৭০ শতাংশ অধিক সংক্রমিত হচ্ছে নতুন করোনাভাইরাস। তবে এ দেশের স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন অবশ্য জানিয়েছেন, নতুন করোনাভাইরাসের বিষয়ে সরকার সতর্ক আছে। পাশাপাশি তিনি দেশবাসীর কাছে চিন্তা না করার আর্জি জানিয়েছেন । তিনি এ-ও জানিয়েছেন, ব্রিটেন থেকে বিমান নিষিদ্ধ করার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।