এই কিশোরীর দেওয়া উপহার শোভা পাবে প্রধানমন্ত্রীর উঠোনে!

PM Narendra Modi: দশম শ্রেণির ছাত্রী জয়লক্ষ্মীর স্বপ্ন সারা দেশে জৈব চাষের বার্তা ছড়িয়ে দেওয়ার। সেই উদ্দেশ্য়েই একটি পেয়ারা গাছের চারাকে নিজের বাড়ির উঠোনে লালন-পালন করেছে কেরলের কুলনন্দার ওই ছাত্রী।

এই কিশোরীর দেওয়া উপহার শোভা পাবে প্রধানমন্ত্রীর উঠোনে!
ছবি: ইন্টারনেট
Follow Us:
| Edited By: | Updated on: Sep 03, 2021 | 9:09 PM

দেশ: দশম শ্রেণির ছাত্রী জয়লক্ষ্মীর স্বপ্ন সারা দেশে জৈব চাষের বার্তা ছড়িয়ে দেওয়ার। সেই উদ্দেশ্য়েই একটি পেয়ারা গাছের চারাকে নিজের বাড়ির উঠোনে লালন-পালন করেছে কেরলের কুলনন্দার ওই ছাত্রী। সেই চারাই সে উপহার হিসেবে পাঠিয়েছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) কে। এমন উপহার পেয়ে খুশি প্রধানমন্ত্রী। কেরলের (Kerala)  কিশোরীর পাঠানো পেয়ারা গাছ এবার শোভা পাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের উঠোনে।

দক্ষিণী অভিনেতা-সাংসদ সুরেশ গোপী দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সাম্প্রতিক বৈঠকে জয়ালক্ষ্মীর তরফে ওই চারাগাছটি তুলে দেন নরেন্দ্র মোদীর হাতে। মোদীর এই উপহার গ্রহণের ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করে একটি সংক্ষিপ্ত বার্তাও লিখেছেন সুরেশ। গত বৃহস্পতিবার টুইট করে ওই অভিনেতা-সাংসদ লেখেন, “পাঠানামথিত্তার গ্রাম কুলানাদার উঠোনে এক চিন্তাশীল তরুণীর দ্বারা লালিত-পালিত চারাগাছটি এবার ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে ফুল ফোটাতে প্রস্তুত। গতকাল প্রতিশ্রুতি মতো উপহার হিসাবে জয়ালক্ষ্মীর পাঠানো সেই পেয়ারা গাছের চারা নরেন্দ্র মোদীজির হাতে তুলে দিলাম।”

কেরলের পাঠানামথিত্তা জেলার বাসিন্দা দশম শ্রেণির ছাত্রী জয়ালক্ষ্মী নিজের বাড়ির উঠোনে জৈব খামার গড়ে তুলেছে। আর তা দারুণভাবে রক্ষণা-বেক্ষণও করছে সে। এর জন্য় দশম শ্রেণির পড়ুয়া সেরা ছাত্রী হিসেবে কেরল রাজ্য় সরকারের “কারশকা তিলকম” পুরস্কারেও ভূষিত হয়েছে। তার পর গত সপ্তাহে গোড়ার দিকে অভিনেতা- সাংসদ সুরেশ গোপী পাঠানাপুরমের গান্ধী ভবন পরিদর্শনে গিয়েছিল সে। সেখানেই সাংসদের হাতে প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য় পেয়ারা গাছের চারাটি তুলে দেয় জয়ালক্ষ্মী।

জয়ালক্ষ্মীর উপহারটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে পেরে দারুণ খুশি ‘কালিয়াত্তম’ খ্য়াত অভিনেতা তথা সাংসদ সুরেশ। উপহার পেয়ে খুশি স্বয়ং নরেন্দ্র মোদীও। চারাগাছটি নিজের বাসভবনে লাগানোর প্রতিশ্রুতিও দিয়েছেন প্রধানমন্ত্রী। এরপরেই নিজের ফেসবুক পোষ্টে সুরেশ লেখেন, “প্রধানমন্ত্রী এই উপহার আন্তরিকভাবেই গ্রহণ করেছেন এবং চারাগাছটি তাঁর সরকারি বাসভবনে রোপন করার আশ্বাসও দিয়েছেন।” গোপী আরও লেখেন, চারাগাছটি প্রধানমন্ত্রীর হাতে পৌঁছে গিয়েছে। আগামিকালের মধ্যেই আম রা আশা করতে পারি যে তিনি (প্রধানমন্ত্রী) হয়তো জানাবেন যে, কুলানাদের ছোট্ট মেয়ের পাঠানো একটি চারাগাছ আমার সরকারি বাংলোর উঠোনে বেড়ে উঠছে। যাই হোক,  এটি একটি দারুণ বার্তা…।”

আর আনন্দিত জয়ালক্ষ্মী জানিয়েছে, অভিনেতা-সাংসদের সামাজিক মাধ্য়মের পোষ্টগুলি থেকে এই খবর জানার পর সে যারপরনাই খুশি। সে আশাই করতে পারেনি যে এই উপহার প্রধানমন্ত্রীর হাত পর্যন্ত পৌঁছবে এবং তিনি গ্রহণও করবেন। কিছুদিন পর পেয়ারা গাছের চারা থেকে নতুন ডালপালা মেলবে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের উঠোনে। এমনই আশা জৈব চাষ নিয়ে উদ্যোগী ওই ছাত্রীর। আরও পড়ুন: ৬০০ কোটির রাষ্ট্রায়ত্ত জমি নিলামে তুলতে উদ্যোগী কেন্দ্র, ‘অবাধ্য সন্তান’ বলে কটাক্ষ কংগ্রেসের