Minor girl assault: ভয় দেখিয়ে দিনের পর দিন কেজি ক্লাসের ছাত্রীকে ধর্ষণ বাস কন্ডাক্টরের
Minor girl physical assault: স্কুলের বাস কন্ডাক্টর ৩ বছরের এক কিন্ডারগার্টেনের ছাত্রীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। একবার নয়, ভয় দেখিয়ে শিশুটিকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। এমনকি ঘটনাটি কাউকে জানালে তার বাবা-মাকে মেরে ফেলা হবে এবং সে একা হয়ে যাবে বলে শিশুটিকে হুমকিও দিয়েছে অভিযুক্ত।
বিকানের: পাশবিকতার হাত থেকে রেহাই নেই শিশুরও। যৌন নির্যাতনের শিকার ৩ বছরের কেজি ক্লাসের ছাত্রী! স্কুলের বাস কন্ডাক্টর ৩ বছরের এক কিন্ডারগার্টেনের ছাত্রীকে (KG Girl) ধর্ষণ করেছে বলে অভিযোগ। একবার নয়, ভয় দেখিয়ে শিশুটিকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। এমনকি ঘটনাটি কাউকে জানালে তার বাবা-মাকে মেরে ফেলা হবে এবং সে একা হয়ে যাবে বলে শিশুটিকে হুমকিও দিয়েছে অভিযুক্ত। বাবা-মাকে হারানোর ভয়ে মুখ বুজেই অত্যাচার সহ্য করত শিশুটি। চরম পাশবিক ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) বিকানের জেলায়।
পুলিশ জানায়, অভিযুক্ত বাস কন্ডাক্টরের নাম মদনলাল। বিকানের জেলার বাস কন্ডাক্টর মদনলাল একটি কিন্ডারগার্টেন স্কুলের বাস চালাত। সেই সুযোগেই ৩ বছরের এক বালিকাকে মদনলাল দিন পর দিন ধর্ষণ করে এবং ঘটনাটি গোপন রাখতে হুমকি দেয় বলে অভিযোগ। সম্প্রতি মাকে ঘটনাটি জানিয়েছে শিশুটি। নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতেই ৩৪ বছরের মদনলালকে গ্রেফতার করা হয়েছে।
বারবার মদনলালের পাশবিক নির্যাতনের শিকার হলেও বাবা-মাকে হারানোর ভয়ে ঘটনাটি কাউকে জানায়নি শিশুটি। ঘটনাটি প্রকাশ্যে আসে গত ১৩ অক্টোবর। বাথরুমে স্নান করানোর সময় শিশুটির গোপনাঙ্গে কিছু অস্বাভাবিকতা তার মায়ের নজরে আসে। তারপর সেই বিষয়ে জিজ্ঞাসা করতেই গোটা ঘটনাটি মাকে খুলে বলে শিশুটি। মেয়ের বয়ান রেকর্ড করেছে শিশুটির মা। তারপর সেই রেকর্ড-সহ বিকানের থানায় গিয়ে মদনলালের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন নির্যাতিতার মা। সেই অভিযোগের ভিত্তিতেই শনিবার মদনলালকে গ্রেফতার করে বিকানের থানার পুলিশ।
মদনলালের নির্যাতনের কথা শিশুটি স্কুলের শিক্ষিকাকেও জানাতে গিয়েছিল। কিন্তু, ওই শিক্ষিকা পাল্টা শিশুটিকে বকা দেন এবং মুখ বন্ধ করতে বলেন বলে অভিযোগ নির্যাতিতার মায়ের।
প্রসঙ্গত, গত জানুয়ারিতেও জয়পুরে ৫ বছরের এক নাবালিকার যৌন নির্যাতনের শিকার হওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছিল। ২৪ বছর বয়সি ওই যুবক ক্যান্ডির লোভ দেখিয়ে নাবালিকাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। তারপর বালিকাটি আর্ত চিৎকার শুরু করলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে শিশুটি মায়ের কাছে গোটা ঘটনাটি জানায়। তার মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।