Lalu-Nitish: আসন নিয়ে লালু-নীতীশের বৈঠকেও অধরা রফাসূত্র, প্রশ্নের মুখে বিহারে ‘ইন্ডিয়া’ জোটের ভবিষ্যৎ
INDIA Alliance: গতবারের লোকসভা নির্বাচনের ফলের দিকে তাকালে দেখা যায়, ৪০টি আসনের মধ্যে আরজেডি একটি আসনও পায়নি। জেডি(ইউ) ১৬টি, বিজেপি ১৭টি, এলজেপি ৬টি এবং কংগ্রেস ১টি আসন পেয়েছিল। স্বাভাবিকভাবেই আরজেডি-কে ১৬টি কেন্দ্র এবং জেডি(ইউ)-এর খাসতালুকগুলি ছাড়তে নারাজ নীতীশ কুমার।
পটনা: ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের বিড়ম্বনা বেড়েই চলেছে। আসনরফা নিয়ে ফের দ্বৈরথে জেডি(ইউ) ও আরজেডি। আগামী লোকসভা নির্বাচনে জোটের আসনরফা করতে বৃহস্পতিবারই বৈঠকে বসেছিলেন দুই দলের প্রধান (Nitish Kumar-Lalu Prasad Yadav)। লালু প্রসাদ যাদবের বাড়িতেই বসে বৈঠক। কিন্তু, দীর্ঘক্ষণ বৈঠক চলার পরেও মিলল না রফাসূত্র। ফলে জেডি(ইউ)-আরজেডি জোট নিয়ে সংশয় দেখা দিয়েছে।
সূত্রের খবর, আগামী লোকসভা নির্বাচনের আসনরফা করতে বৃহস্পতিবার লালু প্রসাদ যাদবের সঙ্গে বৈঠক করেন জেডি(ইউ) প্রধান তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিহারের মোট ৪০টি আসনের মধ্যে জেডি(ইউ) ও আরজেডি-র মধ্যে ১৬টি করে আসন ভাগাভাগি করার প্রস্তাব দেন লালু প্রসাদ। এমনকি জেডিইউয়ের খাসতালুক, সীতামঢ়ী, মাধেপুর, গোপালগঞ্জ, সিওয়ানের মতো কেন্দ্রগুলিতে আসন চেয়েছেন লালুপ্রসাদ। কিন্তু, এই কেন্দ্রগুলি ছাড়তে নারাজ নীতীশ কুমার।
গতবারের লোকসভা নির্বাচনের ফলের দিকে তাকালে দেখা যায়, ৪০টি আসনের মধ্যে আরজেডি একটি আসনও পায়নি। জেডি(ইউ) ১৬টি, বিজেপি ১৭টি, এলজেপি ৬টি এবং কংগ্রেস ১টি আসন পেয়েছিল। স্বাভাবিকভাবেই আরজেডি-কে ১৬টি কেন্দ্র এবং জেডি(ইউ)-এর খাসতালুকগুলি ছাড়তে নারাজ নীতীশ কুমার। ফলে আরজেডি ও জেডি(ইউ)-এর মধ্যে আসনরফা অধরা রয়ে গেল।
অন্যদিকে, বাম ও কংগ্রেসের জন্য মাত্র ৮টি আসন রাখার প্রস্তাব দিয়েছেন লালুপ্রসাদ। অথচ সিপিআই, সিপিএম-সহ কেবল বামেদের ৩টি দল রয়েছে। এছাড়া রয়েছে কংগ্রেস। স্বাভাবিকভাবেই মাত্র ৮টি আসনে বাম ও কংগ্রেস সন্তুষ্ট হবে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে। সবমিলিয়ে, বিহারে প্রশ্নের মুখে ‘ইন্ডিয়া’ জোটের ভবিষ্যৎ।