LPG Cylinder: মাত্র ৪৫০ টাকাতেই মিলবে এলপিজি সিলিন্ডার, ঘোষণা শিবরাজের
Madhya Pradesh: সম্প্রতি কেন্দ্রীয় সরকার এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ভর্তুকি দেওয়া শুরু করেছে। ফলে রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমেছে। তার আগে রাজস্থান সরকার এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ভর্তুকি দিয়েছে। ফলে ৫০০ টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার পাচ্ছেন রাজস্থানের বাসিন্দারা।
ভোপাল: চলতি বছরই মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে গৃহস্থদের জন্য সুখবর শোনাল মধ্যপ্রদেশ সরকার। রান্নার গ্যাস সিলিন্ডারের (LPG Cylinder) দাম কমল। একেবারে রান্নার গ্যাস সিলিন্ডারের অর্ধেকের বেশি দাম কমানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ও মুখ্যমন্ত্রী লাডলি বহেনা প্রকল্পে অন্তর্ভুক্ত সকলেই এই সুবিধা পাবেন।
মধ্যপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ও মুখ্যমন্ত্রী লাডলি বহেনা প্রকল্পে অন্তর্ভুক্ত সকলে মাত্র ৪৫০ টাকাতেই রান্নার গ্যাস সিলিন্ডার পাবেন। রাজ্যবাসীর সুবিধার জন্য শিবরাজ সিং চৌহানের সরকারের তরফে এবার রান্নার গ্যাস সিলিন্ডারে বিশেষ ভর্তুকি দেওয়া হবে। ১ সেপ্টেম্বর থেকেই এই নতুন দাম কার্যকর করা হয়েছে। ফলে চলতি মাসেই ৪৫০ টাকায় এলপিজি সিলিন্ডার পাবে মধ্যপ্রদেশের বাসিন্দারা। কেবল এই মাসে নয়, প্রতি মাসেই ৪৫০ টাকায় এলপিজি সিলিন্ডার পাওয়া যাবে বলে শিবরাজ সিং চৌহানের সরকার জানিয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি কেন্দ্রীয় সরকার এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ভর্তুকি দেওয়া শুরু করেছে। ফলে রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমেছে। তার আগে রাজস্থান সরকার এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ভর্তুকি দিয়েছে। ফলে ৫০০ টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার পাচ্ছেন রাজস্থানের বাসিন্দারা। এবার মধ্যপ্রদেশ সরকারও রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমাল।