‘সময়ের আগেই আছড়ে পড়তে পারে তৃতীয় ঢেউ’, সাধারণের অসচেতনাকেই ফের দুষলেন বিশেষজ্ঞরা

সংক্রমণের দুটি ঢেউয়ের ছোঁয়াচ যাঁরা এড়িয়ে গিয়েছেন, এ বার তাঁদের সংক্রমণের সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে মনে করছেন কোভিড টাস্ক ফোর্সের সদস্যারা।

'সময়ের আগেই আছড়ে পড়তে পারে তৃতীয় ঢেউ', সাধারণের অসচেতনাকেই ফের দুষলেন বিশেষজ্ঞরা
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Jun 19, 2021 | 10:23 AM

মুম্বই: সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে আসতেই চিকিৎসক-বিশেষজ্ঞরা চিন্তিত করোনার তৃতীয় ঢেউ নিয়ে। এরই মধ্যে উদ্বেগ বাড়ল মহারাষ্ট্রকে ঘিরে। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের গঠিত টাস্কফোর্সের বিশেষজ্ঞদের মতে, আনলক পর্ব শুরু হতেই যে হারে জনগণের ভিড় দেখা যাচ্ছে, তাতে নির্ধারিত সময়ের আগেই সংক্রমণের তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে।

সংক্রমণের দুটি ঢেউয়েই সবথেকে বেশি বিপর্যস্ত হয়েছিল মহারাষ্ট্র। তাই এ বারও আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখতে চান মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সেই কারণেই তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা ও তীব্রতা নিয়ে কোভিড টাস্ক ফোর্সের মতামত চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। এ বিষয়ে টাস্ক ফোর্সের সদস্য ডঃ রাহুল পণ্ডিত বলেন, “যদি সময়ের আগেই তৃতীয় ঢেউ আছড়ে পড়ে, তার জন্য আমাদের আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। আমাদের কিছু গাণীতিক মডেল অনুসরণ করে এবং তারপর বিশ্বের বাকি দেশগুলিতে সংক্রমণের ঢেউগুলি কেমন ছিল, তা যাচাই করেই পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে।”

তিনি জানান, গাণিতিক মডেলের হিসাব অনুযায়ী দুটি ঢেউয়ের মাঝে ১০০ থেকে ১২০দিনের ব্যবধান থাকে। বেশ কয়েকটি দেশে ১৪-১৫ সপ্তাহ পরেও সংক্রমণের ঢেউ আছড়ে পড়েছে। আবার কোনও দেশে ৮ সপ্তাহের ব্যবধানেই ফের সংক্রমণ বেড়েছে। সুতরাং আমাদের আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা দেড় লক্ষের কাছাকাছি হলেও তৃতীয় ঢেউ সর্বোচ্চ শিখরে পৌঁছলে সক্রিয় রোগীর সংখ্যা ৮ লক্ষে পৌঁছতে পারে।

সংক্রমণের দুটি ঢেউয়ের ছোঁয়াচ যাঁরা এড়িয়ে গিয়েছেন, এ বার তাঁদের সংক্রমণের সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে মনে করছেন কোভিড টাস্ক ফোর্সের সদস্যারা। যশলোক হাসপাতালের চিক্ৎসক ওম শ্রীবাস্তব বলেন, “সংক্রমণের এই ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগে থেকেই কিছু বলা খুব কঠিন। যাঁরা আগের দুটি ঢেউ এড়িয়ে গিয়েছেন, তাঁদের এই ঢেউয়ে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি।”

আরও পড়ুন: ‘৩৭০’ কাঁটা টপকিয়ে উপত্যকার উন্নয়নে নজর নমোর, আগামী সপ্তাহেই হতে পারে সর্বদলীয় বৈঠক