Uddhav Thackeray: ‘চোরেদের উচিত শিক্ষা দিতে হবে’, দলের নাম-প্রতীক হারিয়ে বাবার জুতোতেই পা গলালেন উদ্ধব!

Shiv Sena Controversy: শুক্রবার নির্বাচন কমিশনের তরফে একনাথ শিন্ডের শিবিরকেই শিবসেনা নাম ও শিবসেনার প্রতীক তীর ধনুক ব্য়বহার করার অনুমতি দেয়। এরপর থেকেই ক্ষোভ-সমালোচনার সুর চড়িয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

Uddhav Thackeray: 'চোরেদের উচিত শিক্ষা দিতে হবে', দলের নাম-প্রতীক হারিয়ে বাবার জুতোতেই পা গলালেন উদ্ধব!
বাবার মতোই গাড়ির সানরুফ থেকে সমর্থকদের উদ্দেশে হাত নাড়লেন উদ্ধব।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 19, 2023 | 7:43 AM

মুম্বই: হার কিছুতেই মানতে পারছেন না, দলের নাম ও দলীয় প্রতীক হারানোর ক্ষোভ ফের উগরে দিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্য়মন্ত্রী উদ্ধব ঠাকরে(Uddhav Thackeray)। শুক্রবার নির্বাচন কমিশনের (Election Commission of India) তরফে শিবসেনা নাম ও দলীয় প্রতীর তীর ধনুক ব্যবহার করার অনুমতি দেওয়া হয় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের (Eknath Shinde) শিবিরকে। শিবসেনার (Shiv Sena) অপর শিবিরের প্রধান উদ্ধব ঠাকরে এরপর থেকেই সরব হয়েছেন। শনিবারই তিনি নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারকে একযোগে আক্রমণ করে বলেন, “নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী মোদীর দাস হয়ে গিয়েছে। তারা এমন কাজ করেছে, যা আগে কখনও কড়া হয়নি।”

দলীয় কোন্দল, সেখান থেকে দলে ভাঙনের বড় মূল্য চোকাতে হচ্ছে শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের ছেলে উদ্ধব ঠাকরেকে। গতবছরই দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন একনাথ শিন্ডে, ৪০ জন বিধায়ক নিয়ে তিনি ভিন রাজ্যের রিসর্টে আশ্রয় নেন। সেখান থেকেই বিজেপির সঙ্গে হাত মেলান তিনি। রাতারাতি সংখ্যাগরিষ্ঠতা হারানোয় মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন উদ্ধব ঠাকরে। পরেরদিনই শিবসেনার শিন্ডে শিবির ও বিজেপি জোট বেঁধে নতুন সরকার গঠন করে। মুখ্যমন্ত্রী হন একনাথ শিন্ডে। এরপর থেকেই লড়াই শুরু হয়েছিল শিবসেনার উপরে কার অধিকার রয়েছে, তা নিয়ে।

শুক্রবার নির্বাচন কমিশনের তরফে একনাথ শিন্ডের শিবিরকেই শিবসেনা নাম ও শিবসেনার প্রতীক তীর ধনুক ব্য়বহার করার অনুমতি দেয়। এরপর থেকেই ক্ষোভ-সমালোচনার সুর চড়িয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। শনিবার তিনি নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করে বলেন, “নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী মোদীর দাস হয়ে গিয়েছে, এমন কাজ করেছে যা আগে কখনও হয়নি।”

নিজের বাড়ি, মাতোশ্রীর সামনে জমা হওয়া জমায়েতের উদ্দেশে শান্ত থাকতে এবং আসন্ন মুম্বই পুর নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আবেদন জানান তিনি। বাবার মতোই গাড়ির সানরুফ থেকে বেরিয়ে সমর্থকদের উদ্দেশে বলেন, “দলের প্রতীক চুরি করা হয়েছে। চোরেদের উচিত শিক্ষা দিতে হবে।”