AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আগে স্বাস্থ্য পরে শিক্ষা’, করোনা আবহে বোর্ড পরীক্ষা বাতিল মহারাষ্ট্রে

পরিবর্তিত সূচি অনুযায়ী, দশম শ্রেণির পরীক্ষা জুন মাসে ও মে মাসের শেষে দ্বাদশ শ্রেণির পরীক্ষা হওয়ার কথা।

'আগে স্বাস্থ্য পরে শিক্ষা', করোনা আবহে বোর্ড পরীক্ষা বাতিল মহারাষ্ট্রে
ছবি-পিটিআই
| Updated on: Apr 12, 2021 | 4:07 PM
Share

মুম্বই: দেশে করোনা (COVID) পরিস্থিতি উদ্বেগজনক, সে কথা আগেই জানিয়েছে কেন্দ্র। করোনা বিধ্বস্ত রাজ্যগুলির মধ্যে সবচেয়ে শোচনীয় পরিস্থিতি মহারাষ্ট্রের। করোনার এই বাড়তি সংক্রমণের মুখে তাই সে রাজ্যের দ্বাদশ ও দশম শ্রেণির বোর্ড পরীক্ষা আপাতত বাতিল করল ঠাকরে প্রশাসন। পরিবর্তিত সূচি অনুযায়ী, দশম শ্রেণির পরীক্ষা জুন মাসে ও মে মাসের শেষে দ্বাদশ শ্রেণির পরীক্ষা হওয়ার কথা। তবে নির্দিষ্ট করে কিছু জানায়নি সে রাজ্যর শিক্ষা দফতর।

টুইটারে একটি ভিডিয়ো বার্তা পোস্ট করে শিক্ষামন্ত্রী বর্ষা গাইকওয়াড বলেন, “এই পরিস্থিতি পরীক্ষা নেওয়ার পরিস্থিতি নয়, স্বাস্থ্য আমাদের প্রথম গুরুত্ব।” পড়ুয়া, শিক্ষক, অভিভাবক, প্রত্যেক দল ও শিক্ষাবিদদের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছেন, তিনি সিবিএসই, আইসিএসই, আইবি ও কেমব্রিজ বোর্ডকেও পরীক্ষার তারিখ বদলানোর কথা লিখে চিঠি পাঠাবেন।

উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৮ হাজার ৯১২ জন। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু হারও বেশি। দেশে একদিনেই করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৯০৪ জনের। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১ কোটি ৩৫ লাখ ২৭ হাজার ৭১৭। আর সবচেয়ে বেশি করোনা বিধ্বস্ত মহারাষ্ট্র। সে রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ২৯৪ জন। স্রেফ একদিনে মৃত্যু হয়েছে ৩৪৯ জনের।

আরও পড়ুন: রাশিয়ার করোনা ভ্যাকসিন স্পুটনিকে অনুমোদন কেন্দ্রের