Mallikarjun Kharge: কংগ্রেস সভাপতি নির্বাচনে প্রার্থী হচ্ছেন মল্লিকার্জুন খাড়গেও? শেষ মুহূর্তে জল্পনা তুঙ্গে

Congress President Election: আটবারের বিধায়ক ও দুইবারের লোকসভার সাংসদ মল্লিকার্জুন খাড়গেকে প্রার্থী হিসাবে বাছার অন্যতম কারণ তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও দলে সকলের কাছে গ্রহণযোগ্যতা থাকা, এমনটাই মনে করা হচ্ছে।

Mallikarjun Kharge: কংগ্রেস সভাপতি নির্বাচনে প্রার্থী হচ্ছেন মল্লিকার্জুন খাড়গেও? শেষ মুহূর্তে জল্পনা তুঙ্গে
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Sep 30, 2022 | 8:45 AM

নয়া দিল্লি: মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে ফের বড় চমক কংগ্রেসের। জাতীয় সভাপতি নির্বাচনে প্রার্থী হতে পারেন রাজ্যসভার বিরোধী দলনেতা তথা সাংসদ মল্লিকার্জুন খাড়গে। এমনটাই জানা গিয়েছে কংগ্রেস সূত্রে। আজ কংগ্রেসের দলনেত্রী সনিয়া গান্ধী এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

জানা গিয়েছে, শশী থারুর, দিগ্বিজয় সিংয়ের পর এবার কংগ্রেসের সভাপতি নির্বাচনে প্রার্থী হতে চলেছেন মল্লিকার্জুন খাড়গে। আগামী ১৭ অক্টোবর কংগ্রেসের সভাপতি নির্বাচন রয়েছে। তার আগে আজই মনোনয়ন পত্র জমা করতে পারেন মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেস সূত্রে খবর, শেষ মুহূর্তেই খাড়গেকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। আজ দিগ্বিজয় সিং, শশী থারুরের সঙ্গে তিনিও মনোনয়ন পত্র জমা দিতে পারেন।