Sharad on Mamata: ‘দেশের স্বার্থে কংগ্রেসের সঙ্গে কাজ করতে প্রস্তুত মমতা’, শরদ পওয়ারের মন্তব্যে নতুন জল্পনা

Congress: শরদ পওয়ার জানিয়েছেন, জাতীয় স্বার্থে কংগ্রেসের সঙ্গে যাবতীয় মনমালিন্য দূরে সরিয়ে রাখতে প্রস্তুত মমতা।

Sharad on Mamata: 'দেশের স্বার্থে কংগ্রেসের সঙ্গে কাজ করতে প্রস্তুত মমতা', শরদ পওয়ারের মন্তব্যে নতুন জল্পনা
ছবি: ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Sep 22, 2022 | 3:20 PM

নয়া দিল্লি: ২০২৪ লোকসভা নির্বাচনের (2024 Lok Sabha Election) কথা মাথায় রেখে ইতিমধ্যেই বিজেপি বিরোধী ঐক্যের সলতে পাকানো শুরু হয়ে গিয়েছে। কিন্তু বিজেপি-বিরোধী জোট নিয়ে বিভিন্ন আঞ্চলিক দল ও কংগ্রেসের মধ্যে মতানৈক্য প্রকাশ্যে চলে এসেছিল। কংগ্রেসের ‘দাদাগিরি’-র বিরুদ্ধে সরব হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। বিরোধী ঐক্যের ক্ষেত্রে কংগ্রেসকে নিয়ে নিজের মতামত একাধিকবার জানিয়েছিলেন স্বয়ং মমতাও। এবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কংগ্রেসকে নিয়ে মমতার অবস্থান তুলে ধরলেন এনসিপি নেতা শরদ পওয়ার আর এই নিয়ে দিল্লির রাজনীতির অলিন্দে নতুন করে আলোচনা শুরু হয়ে গিয়েছে।

শরদ পওয়ার জানিয়েছেন, জাতীয় স্বার্থে কংগ্রেসের সঙ্গে যাবতীয় মনমালিন্য দূরে সরিয়ে রাখতে প্রস্তুত মমতা। শরদ পওয়ার জানিয়েছেন, মমতা তাঁকে ব্যক্তিগতভাবে বলেছেন, জাতীয় স্বার্থে কংগ্রেসের সঙ্গে কাজ করতে তাঁর কোনও আপত্তি নেই। সাংবাদিকদের শরদ জানিয়েছেন, মমতা তাঁকে বলেছেন, ২০২১ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বামেদের হাত ধরে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছিল কংগ্রেস এবং তাতে বিজেপির শক্তি বৃদ্ধি হয়েছে, সেখান থেকেই কংগ্রেসের সঙ্গে তাঁর মতবিরোধের সূত্রপাত। দেশের বিরোধী রাজনৈতিক দলগুলিকে এক সূত্রে গাঁথার কাজ করছেন এনসিপি নেতা শরদ পওয়ার। রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শরদ। কয়েকদিন আগে তৃণমূলের মুখপত্র জাগোবাংলাতে কংগ্রেসকে আক্রমণ করে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, তারমধ্যে মমতাকে নিয়ে শরদের এই দাবি ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

শরদ পাওয়ার এই মন্তব্য প্রসঙ্গে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডাঃ শান্তনু সেন টিভি৯ বাংলাকে বলেন, “আমাদের সভানেত্রী বরাবরই মনে করেন দেশের ১৩৮ কোটি মানুষকে নিস্তার দিতে দেশকে বিজেপি মুক্ত করা প্রয়োজন। একাধিকবার বিভিন্ন বিরোধী শক্তিকে একজোট হওয়ার জন্য তিনি আহ্বান করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন বিজেপিকে দেশের ক্ষমতা থেকে সরাতে সব বিরোধী শক্তির সঙ্গে কাজ করতে প্রস্তুত তৃণমূল।” তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এই প্রসঙ্গে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল আগেই জানিয়েছে কংগ্রেসকে বাদ বিরোধী ঐক্য নয়। তৃণমূল চায় কংগ্রেস নিজেদের দায়িত্ব পালন করুক। শীতঘুম থেকে উঠে কংগ্রেস পথে নামুক। কংগ্রেস নিজেদের দল ধরে রাখতে ব্যর্থ।” মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শরদ পওয়ারের মন্তব্য ঘিরে কংগ্রেসের প্রতিক্রিয়া এসেছে। কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য এপ্রসঙ্গে বলেন, “মমতা সম্প্রতি বিধানসভায় দাঁড়িয়ে মোদীর প্রশংসা করেছেন। কংগ্রেস লুকোচুরি বরদাস্ত করতে রাজি নয়। শরদ পওয়ারকে তিনি যেটা বলেছে সেটা ওনার মনের কথা না মোদীর প্রশংসা মনের কথা, সেটা পরিষ্কার হওয়া দরকার।”