Beaten to Death: আম পাড়ার ‘শাস্তি’, পিটিয়ে মেরে ফেলা হল ব্যক্তিকে

Rajasthan: পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সুরজ করণ মীনা। তিনি কোটা জেলার বিনোদকালান গ্রামের বাসিন্দা। ওই গ্রামেরই নন্দলাল বৈইরা নামের এক ব্যক্তির বাগান থেকে মীনা আম পেড়েছিলেন বলে অভিযোগ। তা নিয়ে নন্দলালের সঙ্গে উত্তপ্ বাক্য বিনিময় হয়। এর পরই পাঁচ-সাত জন ব্যক্তি মোটরবাইকে করে মীনাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ।

Beaten to Death: আম পাড়ার ‘শাস্তি’, পিটিয়ে মেরে ফেলা হল ব্যক্তিকে
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: May 06, 2023 | 8:47 AM

কোটা: রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘দুই বিঘা জমি’ কবিতটি মনে আছে? সেই কবিতায় নিজের জমিতে থাকা গাছের আম কুড়ানোর জন্য জমিদারের ভর্ৎসনার শিকার হতে হয়েছিল উপেনকে। শুক্রবার গাছ থেকে আম পাড়ার দায়ে পিটিয়ে খুন করা হতে হল এক ব্যক্তিকে। ৩৬ বছরের ওই ব্যক্তিকে বেশ কয়েক জন মিলে মেরেছেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল স্থানীয় হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তাঁর। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটা জেলার সংগোদ থানায় এলাকায়। শুক্রবার ঘটনার কথা জানিয়েছে পুলিশ। ঘটনা ঘিরে ৪-৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সুরজ করণ মীনা। তিনি কোটা জেলার বিনোদকালান গ্রামের বাসিন্দা। ওই গ্রামেরই নন্দলাল বৈইরা নামের এক ব্যক্তির বাগান থেকে মীনা আম পেড়েছিলেন বলে অভিযোগ। তা নিয়ে নন্দলালের সঙ্গে উত্তপ্ বাক্য বিনিময় হয়। এর পরই পাঁচ-সাত জন ব্যক্তি মোটরবাইকে করে মীনাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রোলানাতে নিয়ে যাওয়া হয়েছিল মীনাকে। সেখানেই তাঁকে লাঠি, রড দিয়ে ব্যাপক মারধর করা হয়। এর জেরে গুরুতর আহত হয়েছিলেন তিনি। ওই গ্রামের প্রধান পুলিশকে জানান ঘটনার কথা। পুলিশ এসে আহত মীনাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই শুক্রবার সকালে মৃত্যু হয়েছে মীনার।

পুলিশ জানিয়েছে, আম পাড়া নিয়ে ঝামেলার জেরেই পিটিয়ে মারা হয়েছে ওই ব্যক্তিকে। অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। ঘটনার তদন্তও চলছে বলে জানিয়েছেন এক পুলিশ অফিসার।