Anti terrorist Encounter: কাশ্মীরের রাজৌরিতে সেনার গুলিতে মৃত এক জঙ্গি, উদ্ধার প্রচুর অস্ত্র

Jammu & Kashmir: জঙ্গিদের ঘটনো বিস্ফোরণে পাঁচ সেনা জওয়ানের মৃত্যু হয়েছিল শুক্রবার। ওই এলাকায় শনিবারও অভিযান চালাচ্ছে সেনা। সেখানে জঙ্গিদের সঙ্গে যৌথ বাহিনীর গুলির লড়াই চলছে বলে জানা গিয়েছে। শনিবার সকালেই জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় অপর একটি পৃথক এনকাউন্টারে নামে সেনাবাহিনী।

Anti terrorist Encounter: কাশ্মীরের রাজৌরিতে সেনার গুলিতে মৃত এক জঙ্গি, উদ্ধার প্রচুর অস্ত্র
সেনা অভিযানে জঙ্গিদের থেকে উদ্ধার হওয়া অস্ত্র
Follow Us:
| Edited By: | Updated on: May 06, 2023 | 11:46 AM

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে শনিবারও চলছে জঙ্গিদমন এনকাউন্টার। শুক্রবারই রাজৌরির কান্দি জঙ্গল এলাকায় এনকাউন্টারে নেমেছিল পুলিশ। জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে সেই অভিযানে নামে যৌথ বাহিনী। কিন্তু জঙ্গিদের ঘটনো বিস্ফোরণে পাঁচ সেনা জওয়ানের মৃত্যু হয়েছিল শুক্রবার। ওই এলাকায় শনিবারও অভিযান চালাচ্ছে সেনা। সেখানে জঙ্গিদের সঙ্গে যৌথ বাহিনীর গুলির লড়াই চলছে বলে জানা গিয়েছে। ঘটনা নিয়ে জম্মুর ডিফেন্স পিআরও জানিয়েছেন, রাজৌরির কান্দি জঙ্গল এলাকায় শনিবার এনকাউন্টার চলছে। জঙ্গিদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়েছে বলেও জানিয়েছেন তিনি। অন্য দিকে শনিবার সকালেই জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় অপর একটি পৃথক এনকাউন্টারে নামে সেনাবাহিনী। সেই অভিযানে এক জঙ্গির মৃত্যুর হয়েছে বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীরের পুলিশ। যদিও মৃত জঙ্গির পরিচয় এখনও জানা যায়নি।

  1. রাজৌরিতে শুক্রবার মৃত্যু হয়েছে পাঁচ সেনা জওয়ানের। শনিবারও সেখানে চলছে এনকাউন্টার। সেনা অভিযান খতিয়ে দেখতে শনিবারই কাশ্মীকরে যাবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কাশ্মীর পুলিশের ডিজিপি এ কথা জানিয়েছেন। কাশ্মীরে গিয়ে সেনার জঙ্গিদমন অভিযান প্রতিরক্ষামন্ত্রী খতিয়ে দেখবেন বলে জানা গিয়েছে।
  2. রাজৌরিরতে জঙ্গিদের থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। একটি একে৫৬, একে-র চারটি ম্যাগজিন, ৫৬ রাউন্ড গুলি, ৯ এমএম পিস্তল, তিনটি গ্রেনেড ইতিমধ্যেই উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।
  3. রাজৌরিতে সেনা অভিযানে মৃত্যু হল এক জঙ্গির। অপর এক জঙ্গি আহত হয়েছেন বলে সেনা সূত্রে জানা গিয়েছে।
  4. বারামুল্লার কারহামা কুঞ্জের গ্রামের দুই জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর ছিল সেনার কাছে। সেই খবরের ভিত্তিতেই ওই এলাকায় শনিবার ভোর থেকে অভিযান শুরু করে সেনা। সেখানেই সেনা ও জঙ্গির মধ্যে গুলির লড়াইয়ে এক জঙ্গির মৃত্যু হয়েছে। ওই গ্রাম ঘিরে রেখেছেন সেনাবাহিনীর জওয়ানরা। গত ৪৮ ঘণ্টায় বারামুল্লা জেলায় এটি দ্বিতীয় এনকাউন্টার। বৃহস্পতিবার ওই জেলার ক্রিরি গ্রামে সেনার এনকাউন্টারে দুই জঙ্গির মৃত্যু হয়েছিল। মৃতদের থেকে প্রচুর অত্যাধুনিক অস্ত্র ও গুলি উদ্ধার করেছিল পুলিশ।
  5. অন্য দিকে শুক্রবার সকাল থেকেই রাজৌরির কান্দি জঙ্গল লাগোয়া পাহাড়ি এলাকায় চলছে এনকাউন্টার। পাহাড়ের গুহায় বেশ কয়েক জন জঙ্গি ঘাঁটি গেড়েছে বলে সেনা সূত্রে জানা গিয়েছে। সেই জঙ্গিদের ধরতেই এই অভিযানে নামে সেনা ও পুলিশের যৌথ বাহিনী। সেনাদের পিছু হঠাতে শুক্রবার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এর জেরে ঘটনাস্থলেই দুই জওয়ানের মৃত্যু হয়েছিল। পরে হাসপাতালে আরও তিন জওয়ানের মৃত্যু হয়। মোট পাঁচ জন জওয়ান প্রাণ হারিয়েছেন ওই এলাকায়।