Madhya Pradesh News: স্ত্রী জমজ কন্যা সন্তান প্রসব করেছে, ওষুধ আনতে যাওয়ার নাম করে বেরিয়ে আত্মঘাতী ব্যক্তি
Madhya Pradesh News: স্ত্রী জমজ কন্যা সন্তান প্রসব করেছে। তার দুঃখে আত্মঘাতী হলেন ব্যক্তি।
ভোপাল: স্ত্রী জমজ সন্তানের জন্ম দেওয়ায় আত্মঘাতী হলেন ব্যক্তি। সদ্য দুই কন্য়া সন্তান প্রসব করেছেন ব্যক্তির স্ত্রী। দম্পতির এর আগে দুই কন্যা সন্তান হয়েছিল। দুই সদ্যোজাতের কন্যার পর তাঁদের পরিবারে মোট কন্যা সন্তানের সংখ্যা দাঁড়ায় চার। তাই স্ত্রী-র উপর রেগে গিয়ে নিজের জীবনই শেষ করে দিলেন ব্যক্তি। মধ্য প্রদেশের (Madhya Pradesh) বালাঘাটে এই ঘটনা ঘটেছে।
আত্মঘাতী ব্যক্তির নাম বাসুদেব পাটলে বলে জানা গিয়েছে। মধ্য প্রদেশের বালাঘাটে একজন মার্বেল ব্যবসায়ী তিনি। বেশ অবস্থাপন্ন পরিবারের ছেলে তিনি। আর্থিক অবস্থাও যথেষ্ট সচ্ছল। ১৫ থেকে ২০ একর জমিও রয়েছে তাঁর। পরিবারে একমাত্র ছেলে বাসুদেবই। বাকি তিন বোন রয়েছে। তাই মনে মনে চাইছিলেন উত্তরাধিকার হিসেবে তাঁদের ছেলে হবে। ইতিমধ্যেই দুই কন্যা সন্তানের বাবা তিনি। বড় মেয়ের বয়স ৬ বছর এবং ছোটো মেয়ের বয়স ৪। সম্প্রতি বাসুদেবের স্ত্রী আরও দুই জমজ কন্যা সন্তান প্রসব করেছেন। এতে কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন বাসুদেব পাটলে। তারপর স্ত্রী-র উপরে রেগে এই চরম সিদ্ধান্ত নেন।
গত বুধবার বিকেলে আত্মহত্যা করেন বাসুদেব। বালাঘাট পুলিশ স্টেশনের ইনস্পেক্টর কমল সিং গেহলট জানিয়েছেন, সন্ধে সাড়ে ৬ টা নাগাদ ব্রিজ থেকে ওয়েইনগঙ্গা নদীতে ঝাঁপ দেন তিনি। বৃহস্পতিবার সকালে তাঁর দেহ উদ্ধার হয়েছে। জেলা হাসপাতালে সন্তান প্রসব করেছেন স্ত্রী। দুই সদ্যোজাতের সঙ্গে স্ত্রী যখন সেখানে সেই সময় এমন ঘটনা ঘটালেন ব্যক্তি। বাসুদেবের পরিবার ও বন্ধুরা জানিয়েছে, তাঁর স্ত্রী দুই জমজ কন্যা সন্তানের জন্ম দেওয়ার পরই হাসপাতাল থেকে চলে যান তিনি। যাওয়ার আগে বলে যান, ওষুধ কিনতে যাচ্ছেন। তবে কন্যা সন্তানের জন্য বাসুদেবের এই চাপা আর্তনাদ থাকলেও মধ্য প্রদেশের এই জেলায় কন্যা সন্তান ও পুরুষ সন্তানের মধ্যে অনুপাত ভাল। বালাঘাটের জনসংযোগ দফতরের আধিকারিক অনিল পাটলে বলেন, জেলায় লিঙ্গ অনুপাত ভাল। সেখানে ১০০০ জন পুরুষের প্রতি ১০২২ জন মহিলা রয়েছেন।