Bizarre News: অচেনা ব্যক্তির মায়ের জন্য অর্থ সাহায্য করেছিলেন, দেড় বছর পর Phone Pe নোটিফিকেশন দেখে মুগ্ধ কমল
News: কমল জানিয়েছেন, বছর দেড়েক আগে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি মায়ের চিকিৎসার জন্য লিঙ্কডইনের মাধ্যমে অর্থ সংগ্রহ করছিলেন।
কলকাতা: মন ছুঁয়ে যাওয়ার মতো একটি ঘটনা সামনে এসেছে। পেশাদারদের সোশ্যাল মিডিয়া লিঙ্কডইনে একটি পোস্ট দেখে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আর্থিক সাহায্য করেছিলেন জনৈক ব্যক্তি। দেড় বছর পর এমন ঘটনা ঘটল, যাতে অবাক হয়ে গিয়েছেন কমল সিং নামের ওই ব্যক্তি। অজ্ঞাত পরিচয়ের সততা তাঁর মন ছুঁয়ে নিয়েছে। গোটা ঘটনার কথা লিঙ্কডইনে শেয়ার করেছেন ওই ব্যক্তি।
কমল জানিয়েছেন, বছর দেড়েক আগে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি মায়ের চিকিৎসার জন্য লিঙ্কডইনের মাধ্যমে অর্থ সংগ্রহ করছিলেন। লিঙ্ককউইনে ওই পোস্ট দেখে ২০০ টাকা অর্থ সাহায্য করেছিলেন কমল। কিন্তু ওই ব্যক্তির সততা কমলকে মুগ্ধ করেছে।
কমল লেখেন, “অজ্ঞাত পরিচয় ব্যক্তির থেকে আমার অ্যাকাউন্টে ২০১ টাতা ঢোকায় আমি প্রথমে অবাক হয়ে গিয়েছিলাম। চ্যাট খুলে আমি দেখতে পাই দেড় বছর আগে একটি পোস্ট দেখে তাঁর মায়ের চিকিৎসার জন্য আমি তাঁকে ২০১ টাকা পাঠিয়েছিলাম। কিন্তু টাকার পিছনে ছুটে বেড়ানো এই বিশ্বেও এমন সৎ মানুষ রয়েছেন দেখে আমি অবাক হয়ে গিয়েছি।”
লিঙ্কডইনে চ্যাটের স্ক্রিনশটও শেয়ার করেছেন কমল। সেখানে দেখা যাচ্ছে ২০২১ সালের জুলাই মাসে ২০১ টাকা পাঠিয়ে কমল লিখেছিলেন, “আমার তরফ থেকে ছোট্ট সাহায্য। মায়ের যত্ন রাখুন।” ২০১ টাকা ফিরে পেয়ে কমল তাঁকে জিজ্ঞেস করেন, ‘আপনার মা কেমন আছেন?’ জবাবে জনৈক ব্যক্তি লেখেন, “তিনি ভাল আছেন এবং আমার ব্যবসাও ভালভাবে চলছে। সেই কারণে মায়ের অসুস্থতার সময় আমি যাদের থেকে আমি টাকা নিয়েছিলাম, তাদের টাকা ফিরিয়ে দিচ্ছি।” এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই অসংখ্যা মানুষ ওই জনৈক ব্যক্তিকে সততার জন্য কুর্ণিশ জানিয়েছেন।