Manipur Violence: মাঝ রাতে ঘিরে ফেলা হল গ্রাম, অন্ধকারের মধ্যেই এলোপাথাড়ি গুলি, মণিপুরে নয়া সংঘর্ষে মৃত ৯
Manipur Violence: পুলিশের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার রাত একটা নাগাদ বেশ কিছু সংখ্যক দুষ্কৃতী অস্ত্রশস্ত্র নিয়ে চড়াও হয় খামেনলোক গ্রামে। গোটা গ্রাম ঘিরে ফেলা হয়। কাঙ্গপোকপি জেলাতেও একইভাবে জনজাতিদের উপরে হামলা ও গুলি চালানো হয়।
ইম্ফল: ফের উত্তপ্ত মণিপুর (Manipur)। মঙ্গলবার বিকেল থেকে নতুন করে অশান্তি (Violence) শুরু হয়েছে মণিপুরে। সংঘর্ষে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৫ জন। একাধিক বাড়িঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার থেকে পূর্ব ইম্ফলের খামেনলোক ও কাঙ্গপোকপি জেলায় অশান্তি শুরু হয়। গুলি চালনার খবরও মিলেছে।
জানা গিয়েছে, মেতেই জনজাতি অধ্যুষিত পূর্ব ইম্ফলের খামেনলোক এলাকায় গুলি চলে। পাশাপাশি কাঙ্গপোকপি জেলাতেও নতুন করে সংঘর্ষ শুরু হয়, গুলি চলে। পুলিশের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার রাত একটা নাগাদ বেশ কিছু সংখ্যক দুষ্কৃতী অস্ত্রশস্ত্র নিয়ে চড়াও হয় খামেনলোক গ্রামে। গোটা গ্রাম ঘিরে ফেলা হয়। কাঙ্গপোকপি জেলাতেও একইভাবে জনজাতিদের উপরে হামলা ও গুলি চালানো হয়। গতকাল থেকে এখনও অবধি চলা সংঘর্ষে ১ মহিলা সহ ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৫ জন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খামেনলোক গ্রামের একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
Manipur | 9 people have been killed and 10 others injured in fresh violence this morning in Khamenlok area, Imphal East. Postmortem procedure underway: Shivkanta Singh, SP Imphal East
— ANI (@ANI) June 14, 2023
মেতেই জনজাতির সংরক্ষণ নিয়ে গত এপ্রিল মাসের শেষভাগ থেকে অশান্তি শুরু হয় মণিপুরে। দিন কয়েকের মধ্যেই তা ভয়ানক আকার ধারণ করে। বিগত এক মাস ধরে চলা মেতেই, কুকি সহ একাধিক জনজাতির মধ্যে সংঘর্ষে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আহত বহু মানুষ। সংঘর্ষের পর থেকেই কার্ফু জারি ছিল মণিপুর জুড়ে। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবাও। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় সেনা বাহিনী, অসম রাইফেলস। সম্প্রতিই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও মণিপুর সফরে গিয়েছিলেন। তিনিও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আর্জি জানান। বর্তমানে একাধিক জায়গায় কার্ফু প্রত্যাহার করে নেওয়া হলেও, জারি রয়েছে ইন্টারনেট ব্যান।