Mann Ki Baat Live Updates: দেশের নাম উজ্জ্বল করেছে ক্রীড়াবিদরা, ‘মন কি বাত’-এ শুভেচ্ছাবার্তা দিলেন নমো

| Edited By: | Updated on: Jul 31, 2022 | 12:21 PM

Mann Ki baat in Bengali Live News Updates: দেশের নানা গুরুত্বপূর্ণ ইস্যু, সাফল্য নিয়ে আলোচনা করেন তিনি। দেশবাসীরই সাফল্যের অজানা অনেক কাহিনী তুলে ধরেন তিনি।

Mann Ki Baat Live Updates: দেশের নাম উজ্জ্বল করেছে ক্রীড়াবিদরা, 'মন কি বাত'-এ শুভেচ্ছাবার্তা দিলেন নমো
ছবি -ANI

প্রতি মাসের শেষ রবিবারে ‘মন কি বাত’ রেডিয়ো অনুষ্ঠান নিয়ে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের নানা গুরুত্বপূর্ণ ইস্যু, সাফল্য নিয়ে আলোচনা করেন তিনি। দেশবাসীরই সাফল্যের অজানা অনেক কাহিনী তুলে ধরেন তিনি। আজ রবিবারও মন কি বাত অনুষ্ঠান হবে। আজ অনুষ্ঠানের ৯১ তম এপিসোড সম্প্রচারিত হবে। সকাল ১১টা থেকে শুরু হবে অনুষ্ঠানের সম্প্রচার। এবারের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কী বললেন, তা দেখে নেওয়া যাক-

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 31 Jul 2022 11:48 AM (IST)

    সূচনা হয়েছে ‘আজাদি কি রেলগাড়ি ওউর রেলওয়ে স্টেশন’-র : প্রধানমন্ত্রী

  • 31 Jul 2022 11:46 AM (IST)

    দেশকে গর্বিত করেছে নীরজ চোপড়া-পিভি সিন্ধু

    প্রধানমন্ত্রী বলেন, নীরজ চোপড়া ও পিভি সিন্ধু দেশকে গর্বিত করেছে। আমি সকল প্রতিযোগী ও খেলোয়াড়দের শুভেচ্ছাবার্তা জানাচ্ছি। আজকের যুব প্রজন্ম প্রত্যেকটি ক্ষেত্রে দারুণ সফল।

  • 31 Jul 2022 11:41 AM (IST)

    বাড়ছে মধুর রফতানি: প্রধানমন্ত্রী

    মন কি বাতে দেশের মধু উৎপাদন নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের মধু উৎপাদন ক্রমশ বাড়ছে। পাল্লা দিয়ে বেড়েছে মধুর রফতানিও।

  • 31 Jul 2022 11:38 AM (IST)

    আয়ুষের জনপ্রিয়তা বাড়ছে বিশ্বে: মোদী

    প্রধানমন্ত্রী মোদী বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আয়ুষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আয়ুর্বেদ ও ভারতীয় চিকিৎসার প্রতি বিশ্ববাসীর আগ্রহ ক্রমশ বেড়েই চলেছে। এই কারণেই আয়ুষ পণ্যের রফতানি বৃদ্ধি পেয়েছে। নতুন নতুন স্টার্ট-আপ শুরু হচ্ছে।

  • 31 Jul 2022 11:34 AM (IST)

    দেশের স্বাধীনতায় ভারতীয় রেলের ভূমিকা নিয়ে বললেন প্রধানমন্ত্রী

    মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, দেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে ভারতীয় রেল। দেশের বিভিন্ন প্রান্তে এমন অনেক রেলস্টেশন রয়েছে, যা স্বাধীনতা সংগ্রামে বিশেষ ভূমিকা পালন করেছে। এই জুলাই মাসে অত্যন্ত মনোগ্রাহী একটি উদ্যোগ নেওয়া হয়েছে কেন্দ্র ও ভারতীয় রেলওয়ের তরফে, যেখানে আজাদির অমৃত মহোৎসবের অধীনে বিশেষ ট্রেন চলবে। এর অন্যতম লক্ষ্য হল যাত্রীদের স্বাধীনতা সংগ্রামে রেলওয়ের ভূমিকা সম্পর্কে অবগত করা।

  • 31 Jul 2022 11:28 AM (IST)

    শহিদ উধম সিংকে শ্রদ্ধার্ঘ অর্পণ প্রধানমন্ত্রীর

    এদিনের মন কি বাত অনুষ্ঠানে শহিদ উধম সিংজীকে শ্রদ্ধা অর্পণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • 31 Jul 2022 11:23 AM (IST)

    হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান নমোর

    এদিন মন কি বাত অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “আজাদির অমৃত মহোৎসবের অদীনে আগামী ১৩ অগস্ট থেকে ১৫ অগস্ট আমরা হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করব। আপনারাও সকলে এই কর্মসূচির অংশ হন এবং নিজের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করুন।”

Published On - Jul 31,2022 10:34 AM

Follow Us: