Eknath Shinde: উদ্ধবের রক্তচাপ বাড়ালেন শিন্ডে! আত্মবিশ্বাসের সঙ্গে বললেন ‘অনেকের সঙ্গে যোগাযোগ আছে’

Maharashtra: এই প্রসঙ্গে শিন্ডে বলেন, "সন্তোষ বাঙ্গার সহ কর্মী সমর্থকরা এখানে এসেছিলেন। তারা দেখিয়ে দিয়েছেন যে, তারা কতটা শক্তিশালী।

Eknath Shinde: উদ্ধবের রক্তচাপ বাড়ালেন শিন্ডে! আত্মবিশ্বাসের সঙ্গে বললেন 'অনেকের সঙ্গে যোগাযোগ আছে'
ছবি সৌজন্যে : গুগল
Follow Us:
| Edited By: | Updated on: Jul 13, 2022 | 12:21 PM

মুম্বই: শিবসেনার সিংহভাগ বিধায়ককে সঙ্গে নিয়ে বিজেপির সমর্থনে উদ্ধব ঠাকরেকে (Uddhav Thackeray) ক্ষমতাচ্যুত করে ৩০ জুন মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন একনাথ শিন্ডে (Eknath Shinde)। অনেক শিবসেনা নেতা উদ্ধবের হাত ধরে শিন্ডের হাত ধরতে পারেন এমনটা মনে করা হচ্ছিল। মঙ্গলবার মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রীর মন্তব্যকে কেন্দ্র করে সেই সম্ভাবনা আরও জোরাল হল বলে মনে করা হচ্ছে। শিন্ডের দাবি, উদ্ধব শিবিরের অনেকে শিবসেনা নেতা তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী রাওসাহেব দানবে জানিয়েছিলেন, উদ্ধব নেতৃত্বাধীন শিবসেনার কমপক্ষে ১২ জন সাংসদ একনাথ শিন্ডের সঙ্গে যোগাযোগ রাখছেন। অন্যদিকে শিন্ডে শিবিরের শিবসেনা বিধায়ক সন্তোষ বাঙ্গারকে দলীয় পদ থেকে সরিয়ে দেওয়ার পর মঞ্চ বেঁধে তিনি উদ্ধবকে শক্তি প্রদর্শন করেছিলেন। শয়ে শয়ে কর্মী সমর্থকদের নিয়ে একনাথ শিন্ডের বাসভবনে বাইরে মঙ্গলবার উপস্থিত হয়েছিলেন বাঙ্গার। এই প্রসঙ্গে শিন্ডে বলেছিলেন, এটা শক্তি প্রদর্শন নয়, এটা ‘নিখাদ ভালবাসা’।

এই প্রসঙ্গে শিন্ডে বলেন, “সন্তোষ বাঙ্গার সহ কর্মী সমর্থকরা এখানে এসেছিলেন। তারা দেখিয়ে দিয়েছেন যে, তারা কতটা শক্তিশালী। আমারা উন্নয়নের কাজে তাদের সাহায্য করব। রাজ্য সরকার কোথাও কোনও উন্নয়নমূলক কাজ বাকি রাখবে না। শিবসেনা ও বিজেপি জোট সরকার শুধুমাত্র উন্নয়নের জন্য কাজ করবে।” উল্লেখ্য, মঙ্গলবার উদ্ধব শিবিরকে ধাক্কা দিয়ে একনাথ শিন্ডের হাত ধরেছেন মুম্বইয়ের কর্পোরেটর শীতল মাহাতরে। মঙ্গলবার রাতেই মাহাতরের নেতৃত্বে বেশ কিছু শিবসেনা সমর্থক শিন্ডে বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে তাঁকে সমর্থন জানিয়েছেন।

গতমাসেই মহারাষ্ট্র বিধানসভায় বিধান পরিষদ নির্বাচনের সময় থেকেই রাজনৈতিক পরিস্থিতি বদলাতে শুরু করেছিল। একের পর এক শিবসেনা বিধায়ক উদ্ধব ঠাকরে শিবির থেকে একনাথ শিন্ডের দিকে চলে যেতে থাকেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলে উদ্ধব। ৩০ জুন বিজেপির সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন একনাথ শিন্ডে, উপ-মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় দেবেন্দ্র ফড়ণবীসকে।