Assam: সুস্মিতা দেব দল ছাড়তেই গণ ইস্তফা কংগ্রেসে, এবার বরাক উপত্যকায় ঘাসফুলের দোলা

রাহুল গান্ধী ঘনিষ্ঠ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষমোহন দেবের মেয়ে সুস্মিতা দেবের ইস্তফার পরই কংগ্রেসের ভিতরে ডামাডোল শুরু হয়ে যায়।

Assam: সুস্মিতা দেব দল ছাড়তেই গণ ইস্তফা কংগ্রেসে, এবার বরাক উপত্যকায় ঘাসফুলের দোলা
ছবি টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Aug 17, 2021 | 9:55 PM

শিলচর: কংগ্রেস ছেড়ে সোমবারই তৃণমূলে যোগ দিয়েছেন শিলচরের প্রাক্তন কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব। ২৪ ঘণ্টার মধ্যে অসমে গণ ইস্তফা দিলেন কংগ্রেস কর্মীরা। ২৭ জন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানের কথা জানালেন।

তাঁদের মূল অভিযোগ, অসমের দায়িত্বে যে কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে, তারা অসম কংগ্রেসকে একেবারেই গুরুত্ব দিয়ে দেখেন না। ভোটের আগে থেকে সে নজির মিলেছে। অভিযোগ, বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করে ফেলার পরও দেখা গিয়েছে অসমের দায়িত্বে থাকা কেন্দ্রীয় নেতৃত্বের কোনও হেলদোল নেই। দলত্যাগীদের অভিযোগ, শীর্ষে থাকা নেতারা বিজেপির হিমন্ত বিশ্বশর্মার কাছে নিজেদের সঁপে দিতে চাইছেন। ইচ্ছাকৃত কংগ্রেসকে দুর্বল করে দিচ্ছেন। কংগ্রেসে থেকে আর কাজ করা সম্ভব নয় বলেই তৃণমূলে যোগ দিলেন বলে জানান তাঁরা।

এই দলত্যাগীদের তালিকায় রয়েছেন শিলচর কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে থাকা রাজেশ দেব, রাহুল আলম লস্কর, সূর্যকান্ত সরকার, মোহনলাল দাস, পাপন দেব, সজল বনিক, মজুদ আহমেদ লস্কর, রাজদীপ দেব রায়, মনোজ কুমার দে, জ্যোতিরিন্দ্র দে, অভিষেক রায় চৌধুরীরা।

রাহুল গান্ধী ঘনিষ্ঠ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষমোহন দেবের মেয়ে সুস্মিতা দেবের ইস্তফার পরই কংগ্রেসের ভিতরে ডামাডোল শুরু হয়ে যায়। গত সপ্তাহ অবধিও সুস্মিতা দলের সমস্ত কর্মসূচিতে ছিলেন। সোমবার সকালেই কংগ্রেস থেকে ইস্তফা দেন শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। কংগ্রেস নেত্রীকে লেখা সেই চিঠিতে লেখেন, “তিন দশক ধরে অল ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক শেষ করছি। এতদিন ধরে আমার পাশে থাকার জন্য সকল সতীর্থ, নেতা-মন্ত্রীদের অনেক ধন্যবাদ। এই তিন দশকের স্মৃতি আমি চিরকাল আমি মনে রাখব।”

সোমবারই কলকাতায় আসেন সুস্মিতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েনের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন। এরপরই নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখাও করেন তিনি। ফেসবুকে সেই পোস্টও করেন। এরপরই বরাক উপত্যকায় কংগ্রেসে ভাঙন শুরু। একেবারে গণ ইস্তফা। সূত্রের খবর, দলত্যাগীরা ইতিমধ্যেই তৃণমূলের হয়ে ময়দানেও নেমে পড়েছেন। মমতা বন্দ্যোপাধ্য়ায় ও সুস্মিতা দেবের নেতৃত্বে শিলচর-সহ গোটা বরাক উপত্যকায় ঘাসফুল ফোটাতে মরিয়া তাঁরা। আরও পড়ুন: ‘মহিলাদের সমস্ত অধিকার আমরা সুনিশ্চিত করব’, তবে তালিবানি ফতোয়া সংবাদমাধ্যমের জন্য