Joshimath: ৫৬১টি বাড়িতে ফাটল, বসে যাচ্ছে রাস্তা-ঘাট, বড় বিপদের আশঙ্কায় ঘুম উড়ল জোশীমঠের বাসিন্দাদের

Land Sinking in Uttarakhand: মারওয়াড়ি অঞ্চলের কমপক্ষে নয়টি বাড়িতে ফাটল ধরেছে। রাস্তাঘাটেও বড় বড় ফাটল দেখা গিয়েছে। জোশীমঠের জেপি কলোনি ও মারওয়াড়ি অঞ্চলে ভূগর্ভস্থ জল সরবরাহও বন্ধ হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে।

Joshimath: ৫৬১টি বাড়িতে ফাটল, বসে যাচ্ছে রাস্তা-ঘাট, বড় বিপদের আশঙ্কায় ঘুম উড়ল জোশীমঠের বাসিন্দাদের
জোশীমঠের বাড়ি ও রাস্তায় ফাটল। ছবি:ANI
Follow Us:
| Edited By: | Updated on: Jan 05, 2023 | 12:49 PM

দেহরাদুন: দেবভূমিতে আতঙ্ক। একের পর এক বাড়িতে ধরছে ফাটল। বসে যাচ্ছে মাটি। যেকোনও মুহূর্তেই ঘটতে পারে বড় বিপর্যয়। উত্তরাখণ্ডের (Uttarakhand) জোশীমঠে (Joshimath) কমপক্ষে ৫৬১টি বাড়িতে ফাটল ধরেছে বলে জানা গিয়েছে। জেলা বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে জানানো হয়েছে, ক্রমাগত মাটির অবনমন (Land Sinking) বা বসে যাওয়ার কারণেই শতাধিক বাড়িতে ফাটল ধরেছে। বাড়ি ভেঙে পড়ার আতঙ্কে মোট ৬৬টি পরিবারকে স্থানান্তরিত করা হয়েছে বলে জানানো হয়েছে।

বিগত কয়েক বছর ধরেই একের পর এক ভূমিধসে বিপর্যস্ত দেবভূমি উত্তরাখণ্ড। পাহাড় কেটে নানা উন্নয়নমূলক কাজ করার কারণেই মাটি আলগা হয়ে গিয়েছে এবং বারবার ধস, হড়পা বান নামছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পরিবেশবিদরাও এই বিষয় নিয়ে বহুবার সতর্ক করেছেন। এবার বিপদ কড়া নাড়ল স্থানীয় বাসিন্দাদের বাড়িতেই। ৫০০-রও বেশি বাড়িতে ধরল ফাটল। জোশীমঠ পুরসভার চেয়ারম্যান সৈলেন্দ্র পাওয়ার বলেন, “জোশীমঠের ৫৬১টি বাড়িতে ফাটল ধরেছে। বর্তমানে সিংধর ও মারওয়াড়ি অঞ্চলের বাড়িগুলিতেও ফাটল ধরতে শুরু করেছে। বদ্রীনাথ জাতীয় সড়কের কাছে সিংধর জৈন এলাকা ও বনবিভাগের চেকপোস্টের কাছে জেপি কোম্পানি গেট অঞ্চলে ক্রমাগত ফাটল বাড়ছে। প্রত্যেক ঘণ্টায় যত ফাটল বাড়ছে, ততই আতঙ্ক বাড়ছে।”

জানা গিয়েছে, মারওয়াড়ি অঞ্চলের কমপক্ষে নয়টি বাড়িতে ফাটল ধরেছে। রাস্তাঘাটেও বড় বড় ফাটল দেখা গিয়েছে। জোশীমঠের জেপি কলোনি ও মারওয়াড়ি অঞ্চলে ভূগর্ভস্থ জল সরবরাহও বন্ধ হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে। রাস্তাজুড়ে লম্বা ফাটল ধরায় একদিকে যেমন চলাচলে সমস্যা দেখা দিচ্ছে, তেমনই যেকোনও মুহূর্তে গোটা এলাকাটি বসে যাওয়ার আতঙ্কও তৈরি হয়েছে।

ধস নামার খবর পাওয়ার পরই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী জানান, জোশীমঠের বাসিন্দাদের যাতে কোনও রকম বিপদের মুখে পড়তে না হয়, তার জন্য যথাযথ পদক্ষেপ করা হবে। শীঘ্রই তিনি এলাকা পরিদর্শন করবেন বলেও জানিয়েছেন। সংবাদসংস্থা এএনআই-কে তিনি বলেন, “আগামী কয়েকদিনের মধ্যেই আমি জোশীমঠ যাব এবং এলাকা পরিদর্শন করে যাবতীয় যা পদক্ষেপ করার, তা গ্রহণ করা হবে। সমস্ত রিপোর্টের উপরে নজর রাখা হচ্ছে। আমি পুরসভার চেয়ারম্যানের সঙ্গেও কথা বলেছি।”