Video: দাউ-দাউ করে জ্বলছে ডাল লেক, মৃত ৩ পর্যটক

Dal Lake: ডাল লেক পর্যটকদের অন্যতম পছন্দের স্থান। ডাল লেকের হাউস বোটে বসে বা শিকারা ভ্রমণ করতে-করতে অসাধারণ নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করা যায়। কাশ্মীর বেড়াতে গিয়ে ডাল লেকের হাউসবোটে রাত্রিবাস করবেন না বা শিকারা ভ্রমণ করবেন না, এমন পর্যটকের সংখ্যা খুবই কম। এবার সেই ডাল লেকও দাউ-দাউ করে জ্বলছে! আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল ৫টি হাউস বোট।

Video: দাউ-দাউ করে জ্বলছে ডাল লেক, মৃত ৩ পর্যটক
জ্বলছে ডাল লেকের হাউস বোট।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 11, 2023 | 6:38 PM

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) গ্রীষ্মকালীন রাজধানী, ডাল লেক (Dal Lake) পর্যটকদের অন্যতম পছন্দের স্থান। ডাল লেকের হাউস বোটে বসে বা শিকারা ভ্রমণ করতে-করতে অসাধারণ নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করা যায়। কাশ্মীর বেড়াতে গিয়ে ডাল লেকের হাউসবোটে রাত্রিবাস করবেন না বা শিকারা ভ্রমণ করবেন না, এমন পর্যটকের সংখ্যা খুবই কম। এবার সেই ডাল লেকও দাউ-দাউ করে জ্বলছে! আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল ৫টি হাউস বোট (House boat)। শনিবার ভোরে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে ৩ পর্যটকের মৃত্যুও হয়েছে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডাল লেক চত্বর থেকে পর্যটকদের মধ্যে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর ৫টা ১৫ মিনিট নাগাদ ডাল লেকের ৯ নম্বর ঘাটে হাউস বোটে বিধ্বংসী আগুন লাগে। প্রথমে একটি হাউস বোটে আগুন লাগে। সেটি থেকেই আশপাশের আরও ৪টি বোটে আগুন ছড়িয়ে পড়ে। এছাড়া দমকল বাহিনীর তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। ঘটনায় ৩ বাংলাদেশি পর্যটকের মৃত্যু হয়েছে। এছাড়া বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন।

দমকল বাহিনীর অধিকর্তা ফারুক আহমেদ বলেন, “এদিন ভোর ৫টা ১৫ মিনিট নাগাদ ডাল লেকে আগুন লাগার খবর আসে। সঙ্গে সঙ্গে দমকলের কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। ৫-৮টি হাউসবোট ভস্মীভূত হয়ে গিয়েছে।” তবে কী কারণে হাউস বোটে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকে হাউস বোটে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

কাশ্মীরের ডাল লেকের অগ্নিকাণ্ডে প্রাণহানির কোনও ঘটনা না ঘটলেও প্রচুর টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত সম্পত্তির পরিমাণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ব্যবসায়ীদের অনুমান, এদিনের অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।