NCP: NCP: শরদ পাওয়ার ‘আমাদের ঈশ্বর’, আশীর্বাদ নিয়ে বললেন বিদ্রোহী অজিত-প্রফুল্লরা

শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকের পর তাঁকেই দলীয় নেতা হিসাবে সম্বোধন করেছেন বিদ্রোহী বিধায়কদের নেতারা। এই সাক্ষাতের জন্য আগাম পরিকল্পনাও করা হয়নি বলে জানিয়েছেন প্রফুল্ল প্যাটেল। শরদ পাওয়ার তাঁদের সব কথা মন দিয়ে শুনেছেন বলে জানিয়েছেন তিনি।

NCP: NCP: শরদ পাওয়ার ‘আমাদের ঈশ্বর’, আশীর্বাদ নিয়ে বললেন বিদ্রোহী অজিত-প্রফুল্লরা
অজিত ও শরদ পাওয়ার। ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 16, 2023 | 3:46 PM

মুম্বই: ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান শরদ পাওয়ারের সঙ্গে দেখা করলেন সে দলের বিদ্রোহী বিধায়করা। সেই দলে ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, প্রফুল্ল প্যাটেল, সুনীল তাতকারের মতো এনসিপি-র বিদ্রোহী বিধায়করা। উদ্ধব ঠাকরের সরকারের পতনের পর বিরোধী আসনে বসেছিল এনসিপি। কিন্তু সম্প্রতি এনসিপির অন্দরে ভাঙন ধরে। শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ারের নেতৃত্বে এনসিপি বিধায়কদের একাংশ বিরোধী শিবির ছেড়ে মহারাষ্ট্রের সরকারে যোগ দেন। উপমুখ্যমন্ত্রী হন অজিত পাওয়ার। এ ছাড়াও একাধিক এনসিপি বিধায়ক মন্ত্রীও হন। এর পর শরদ পাওয়ারের সঙ্গে প্রথম বার দেখা করলেন বিদ্রোহী অজিত। মহারাষ্ট্র বিধানসভায় বাদল অধিবেশন শুরুর আগে এই সাক্ষাৎ ঘিরে জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক শিবিরে।

শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকের পর তাঁকেই দলীয় নেতা হিসাবে সম্বোধন করেছেন বিদ্রোহী বিধায়কদের নেতারা। এই সাক্ষাতের জন্য আগাম পরিকল্পনাও করা হয়নি বলে জানিয়েছেন প্রফুল্ল প্যাটেল। শরদ পাওয়ার তাঁদের সব কথা মন দিয়ে শুনেছেন বলে জানিয়েছেন তিনি। যদিও এনসিপি প্রধান এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি বলেও জানিয়েছেন প্রফুল্ল।

শরদ পাওয়ারের সঙ্গে সাক্ষাতের পর প্রফুল্ল প্যাটেল বলেছেন, “আজ আমরা আমাদের ঈশ্বর এবং আমাদের নেতা শরদ পাওয়ারের সঙ্গে দেখা করলাম। তাঁর থেকে আশীর্বাদ প্রার্থনা করেছি।” এর পরই তিনি বলেছেন, “আমাদের এখানে আসার কোনও অ্যাপয়েন্টমেন্ট ছিল না। আমরা জানতে পারি শরদ পাওয়ার একটি বৈঠক করতে এসেছেন, সেই খবর পেয়ে আমরা চলে এসেছি। আমরা যা বলেছি তিনি মন দিয়ে শুনেছেন। তবে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।” এই বৈঠকে বিরোধী গোষ্ঠীর নেতারা ছাড়াও উপস্থিত ছিলেন সুপ্রিয়া সুলে, জয়ন্ত পাতিলের মতো এনসিপি নেতারা।