এক মনে মাটি খুঁড়ছিলেন ৫ জন, যা পেলেন তাতে বদলে গেল ভাগ্য
মধ্য প্রদেশের (Madhya Pradesh) কইঠা গ্রামের কাছে একটি খনিতে মাটি খুঁড়ছিলেন তাঁরা।
পান্না: মাটি খুঁড়ছিলেন ৫ জন। তখনই খুঁজে পেলেন ২টি হিরে। মহার্ঘ ধাতু পেয়ে ভাগ্য বদলানোর স্বপ্ন দেখছেন ৫ খনিকর্মী। জেলাশাসক জানিয়েছেন,Diamoতখনই তাঁদের হাতে এসেছে একটি ৭.৯৪ ক্যারেট ও একটি ১.৯৩ ক্যারটের হিরে। সেই হিরে দিয়ে পরিবারের ভবিষ্যত মসৃণ করার স্বপ্ন দেখছেন খনিকর্মী ভগবানদাস কুশবাহা।
জেলাশাসক জানিয়েছেন, ভগবানদাস ও তাঁর সঙ্গীদের খুঁজে বের করা এই হিরেগুলি মার্চ মাসে নিলামে উঠবে। ভগবানদাস সংবাদ মাধ্যমে জানিয়েছেন, তিনি আশা করেন এই দুই হিরে দিয়ে তাঁদের সন্তানদের লেখাপড়ার সমস্যা মিটে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, যে দু’টি হিরে খুঁজে পাওয়া গিয়েছে, তার আনুমানিক দাম হতে পার ৩৫ লক্ষ টাকা।
ভগবানদাস কুশবাহা জানিয়েছেন, তাঁরা হিরে পাওয়ার পরই তা সংশ্লিষ্ট অফিসে জমা করেছেন। সেই অফিসের মাধ্যমেই মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে নিলামে উঠবে হিরে দু’টি। নিলাম হলে হাতে টাকা আসবে। সেই টাকায় সুখে সংসার চালাবেন তাঁরা, এই আশাতেই বসে আছেন খনিকর্মীরা।
আরও পড়ুন: মোদীকে ‘না’ করেছিল পাকিস্তান, ইমরানের বেলায় ‘হ্যাঁ’ ভারতের