Modi-Hasina Meet: সোমেই ভারত সফরে হাসিনা, ত্রিপুরা নিয়ে মোদীর সঙ্গে আলোচনা হওয়ার সম্ভাবনা

Bangladesh: অভিষেক চন্দ্র বলেন মার্চ মাসের ৯ তারিখ ফেনি নদীর ওপর নির্মিত 'মাতৃ সেতু' উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চট্টগ্রামের সঙ্গে বন্দর সংযোগ আরও মজবুত করার জন্যই এই সেতু তৈরি করা হয়েছিল।

Modi-Hasina Meet: সোমেই ভারত সফরে হাসিনা, ত্রিপুরা নিয়ে মোদীর সঙ্গে আলোচনা হওয়ার সম্ভাবনা
ছবি: ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Sep 03, 2022 | 12:37 PM

আগরতলা: আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। ভারতে এসে ত্রিপুরাতে ইন্টিগ্রেটেড চেকপোস্ট (Integrated Check Post) নিয়ে আপত্তি এবং অন্যান্য ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) সঙ্গে আলোচনা হতে পারে হাসিনার, কেন্দ্রীয় সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক এমনটাই জানিয়েছেন। আগামী ৫ সেপ্টেম্বর চারদিনের ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত সফরে এসে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির ওপর বাড়তি নজর দিতে চান বাংলাদেশের প্রধানমন্ত্রী। ৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে হাসিনার সাক্ষাত হওয়ার কথা রয়েছে।

শিল্প ও বাণিজ্য দফতরের বিশেষ সচিব অভিষেক চন্দ্র সাংবাদিক বৈঠকে বলেন, “বাংলাদেশের আপত্তির কারণে দক্ষিণ ত্রিপুরার মুহুরিঘাটে ইন্টিগ্রেটেড চেকপোস্ট বা আইসিপি তৈরি করা সম্ভব হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলবেন।” আন্তর্জাতিক সীমান্তে প্রবেশ ও বাহির পথে অভিবাসন ও কাস্টমস বিভাগের কাজের জন্য আইসিপি তৈরি করা হয়ে থাকে।

অভিষেক চন্দ্র বলেন মার্চ মাসের ৯ তারিখ ফেনি নদীর ওপর নির্মিত ‘মাতৃ সেতু’ উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চট্টগ্রামের সঙ্গে বন্দর সংযোগ আরও মজবুত করার জন্যই এই সেতু তৈরি করা হয়েছিল। কিন্তু সেদেশের নদীর ওপর একটি কাস্টম স্টেশন তৈরি না হওয়ার কারণে এখনও বাণিজ্য শুরু হয়নি। অভিষেক বলেন, “আমাদের আশা দুই প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকে মাতৃসেতুর বিষয়েও আলোচনা হবে।” তিনি জানিয়েছেন, দুটি সীমান্ত হাট – দক্ষিণ ত্রিপুরার শ্রীনগর এবং সেপাহিজলা জেলার কমলাসাগর – কোভিড মহামারির কারণে বন্ধ হয়ে গিয়েছে। আধিকারিকরা জানিয়েছে, ওই হাট দুটি দ্রুত খুলে দেওয়া হবে।

১৭ অগস্ট থেকে সেপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার শ্রীমন্তপুর আইসিপি হয়ে বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর দিয়ে ত্রিপুরায় পণ্য পরিবহনের ট্রায়াল রান শুরু করা হয়েছিল। অভিষেক জানিয়েছেন, “এই পথে আমরা নিয়মিত পণ্য পরিবহণ চালিয়ে যেতে চাই।” দুই প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকে এই নিয়ে সমস্যা সমাধানে কোনও দিক বের হয় কি না, সেটাই এখন দেখার।