Maharashtra News: বহুতলের লিফট ভেঙে পড়ে মৃত ৬
Lift collapsed: একটি বহুতলের লিফট ভেঙে পড়ে মৃত্যু হল ৬ জনের। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে শহরে। যা নিয়ে শহরে চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
মুম্বই: মর্মান্তিক দুর্ঘটনা বাণিজ্যনগরীর অদূরে থানে (Thane) এলাকায়। একটি নির্মীয়মাণ বহুতলের লিফট ভেঙে (Lift collapsed) পড়ে মৃত্যু হল কমপক্ষে ৬ জনের। গুরুতর আহত হয়েছেন আরও অনেকে। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে শহরে। যা নিয়ে শহরে চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল বাহিনী। থানে পুরসভার বিপর্যয় মোকাবিলা বাহিনীও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। আহত ও নিহতরা সকলেই নির্মাণকর্মী বলে জানিয়েছেন থানে পুরসভার বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রধান ইয়াসিন তাদভি।
থানে পুরসভা সূত্রে খবর, থানের গোধবুন্দার রোডে ৪০ তল বিশিষ্ট একটি বহুতল তৈরি হচ্ছিল। বহুতল নির্মাণের কাজ অনেকটাই সম্পন্ন। জলছাদ করার কাজ চলছিল। এদিন সন্ধ্যায় ছাদের কাজ শেষ করে কর্মীরা লিফটে করে নীচে নামছিলেন। সেই সময়ই হঠাৎ করে লিফটটি ভেঙে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই লিফটের ভিতরে থাকা ৬ কর্মীর। গুরুতর আহত হয়েছেন আরও অনেকে। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
#WATCH | Five people died, and a few were injured after a lift collapsed in Maharashtra’s Thane: Thane Municipal Corporation pic.twitter.com/AuDiVms1aW
— ANI (@ANI) September 10, 2023
বিস্তারিত আসছে…