Platinum Award by QCI: প্ল্যাটিনাম পুরস্কার পেতে চলেছে ‘মাই হোম তারক্ষ্য প্রজেক্ট’
My Home Tarkshya project: বৃহস্পতিবার দিল্লিতে এক অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণ করা হবে।
নয়া দিল্লি: প্ল্যাটিনাম পুরস্কারের জন্য বেছে নেওয়া হল ‘মাই হোম তারক্ষ্য প্রজেক্ট’কে। কেন্দ্রীয় সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রকের অধীন ‘কোয়ালিটি কাউন্সিল অব ইন্ডিয়া’র তরফ থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। ৬ অক্টোবর, বৃহস্পতিবার দিল্লিতে একটি অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হবে।
‘কোয়ালিটি কাউন্সিল অব ইন্ডিয়া’র তরফে ডিএল শাহ কোয়ালিটি প্ল্যাটিনাম পুরস্কার দেওয়া হয়। ১৪ তম বছরে পা দিল সেই পুরস্কার প্রদান অনুষ্ঠান। বৃহস্পতিবার দিল্লির জনপথে ড. আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল।
কোনও সফল প্রজেক্টকে সাধারণত এই পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়। সংস্থাকে আরও বেশি উৎসাহিত করার জন্যই এই পুরস্কার দেওয়া হয়। স্বাভাবিকভাবেই এই পুরস্কার কোনও প্রকল্পের বা সংস্থার বিশ্বাসযোগ্যতা তৈরি করে। শুধু প্ল্যাটিনাম নয়, ‘কোয়ালিটি কাউন্সিল অব ইন্ডিয়া’র তরফে গোল্ড ও সিলভার পুরস্কারও দেওয়া হয়।
নির্মাণ সংস্থা ছাড়াও স্বাস্থ্য ক্ষেত্রে, তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রেও এই পুরস্কার দেওয়া হয়। ডিএল শাহ ট্রাস্টের তরফে পুরস্কার প্রাপককে বেছে নেওয়া হয়।