ভ্যাকসিনের দাম বাঁধলেন মোদী, বিপাকে ওষুধ নির্মাতাদের একাংশ
দুর্নীতি রুখতে মোদী (Narendra Modi) বলেছিলেন, "না খাউঙ্গা, না খানে দুঙ্গা"। অর্থাৎ, না খাব, না খেতে দেব।
জ্যোতির্ময় রায়: করোনা টিকা (COVID Vaccine) নিয়ে ‘বড় খেলা’ চলছে। এমনটাই গুজব কানে কানে ঘুরে বেড়াচ্ছিল দেশে। টিকার নামে ফারমাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সঙ্গে হাতে হাত মিলিয়ে জনগণকে লুটবেন মোদী, এমনটাই সাধারণ মানুষের মধ্যে উসকে দিয়েছিল বিপক্ষ দল। দীর্ঘ বছরের অভিজ্ঞতায় দেখা গিয়েছে সরকারের কাজ আর প্রতিশ্রুতির প্রতি জনগণের আস্থার থেকে অনাস্থাই বেশি। তাই, তলানিতে ঠেকা সঞ্চয়ের শেষ সম্বল আঁকড়ে ধরে রেখেছিল প্রায় প্রত্যেকেই, করোনা ঠেকাতে নিজেদের উপার্জিত টাকায় করোনা ভ্যাকসিন কিনতে হবে যে!
Covid-19 vaccine price is too low to sustain: Kiran Mazumdar-Shaw – @the_hindu get your facts right – vaccines r getting ₹150 n hospitals ₹100 adding up to ₹250. Don’t mislead discussion. @adarpoonawalla @BharatBiotech https://t.co/6JZEqgizc0
— Kiran Mazumdar-Shaw (@kiranshaw) February 28, 2021
সকল গুঞ্জনে জল ঢেলে দিল বায়োকন (Biocon) চেয়ারপার্সন কিরণ মজুমদার শা-র একটি টুইট। কিরণ জানান, কোভিড ভ্যাকসিনের দাম বেঁধে দিয়ে যেভাবে ক্যাপিং করল সরকার এটা বিশ্বাসঘাতকতার কাজ। এটা অত্যন্ত কম মূল্য ধার্য করেছে, যা ভ্যাকসিন ইন্ডাস্ট্রির জন্য ভাল নয়। মোদী সরকার নিয়ম করে বেঁধে দিয়েছে টিকার মূল্য। সরকারি চিকিৎসা কেন্দ্রগুলিতে কোভিডের টিকাকরণ হবে বিনামূল্যে, আর বেসরকারি হাসপাতালে টিকা নিতে খরচ পড়বে ২৫০ টাকা। এর মধ্যেই ধরা আছে ১০০ টাকা সার্ভিস চার্জ।
দুর্নীতি রুখতে মোদী বলেছিলেন, “না খাউঙ্গা, না খানে দুঙ্গা”। অর্থাৎ, না খাব, না খেতে দেব। মোদী জানিয়েছিলেন, দেশের উন্নতিতে শিল্পপতিদের ভূমিকা অনেক। দেশে ব্যবসার পরিস্থিতি তৈরি করতে হবে। ব্যবসায়ীরা ব্যবসা করবে, কিন্তু সরকার লক্ষ্য রাখবে জনগণ যেন শোষিত না হয়। শুধু তাই নয়, সরকার প্রতিটি টিকার অপর ডিজিটাল নজরদারি চালাচ্ছে, যাতে টিকার ব্ল্যাক মার্কেটিং না হয়। ফারমাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি একটু বেকায়দায় পড়ল। বাড়া ভাতে নুনটা একটু বেশি পড়ল কি!