হিব্রু ভাষায় টুইট করলেন নরেন্দ্র মোদী

এর আগেও একাধিকবার নরেন্দ্র মোদী হিব্রু ভাষায় টুইট করেছেন। গত বছরই মে মাসে হিব্রু ভাষায় টুইট করে নরেন্দ্র মোদী দুই দেশের মধ্যে সুসম্পর্ক বাড়ানোর কথা বলেছিলেন।

হিব্রু ভাষায় টুইট করলেন নরেন্দ্র মোদী
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Dec 10, 2020 | 10:54 PM

নয়া দিল্লি: হনুক্কা (Hanukkah) হল ইহুদি ধর্মালম্বী মানুষদের একটি উৎসব। যা এই বছর ১০ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত পালিত হবে। সেই উপলক্ষে বিশ্বের সমস্ত ইহুদি ধর্মালম্বী মানুষ-সহ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) ও প্রেসিডেন্ট রিউভেন রিভলিনকে (Reuven Rivlin) শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

টুইট করে নমো লিখেছেন, “সব ইজরায়েলবাসী ও বিশ্বের ইহুদি ধর্মালম্বী মানুষদের শুভ হনুক্কার শুভেচ্ছা জানাই। আমি কামনা করি এই উৎসব যেন প্রত্যেকের জীবনে শান্তি ও আলোর বার্তা নিয়ে আসে।” কিন্তু চমক অন্য জায়গায়। নরেন্দ্র মোদী সম্পূর্ণ টুইটই করেছেন হিব্রু ভাষায়।

তবে এই ঘটনা প্রথম নয়। এর আগেও একাধিকবার নরেন্দ্র মোদী হিব্রু ভাষায় টুইট করেছেন। গত বছরই মে মাসে হিব্রু ভাষায় টুইট করে নরেন্দ্র মোদী দুই দেশের মধ্যে সুসম্পর্ক বাড়ানোর কথা বলেছিলেন। পাল্টা হিন্দিতে টুইট করেছিলেন বেঞ্জামিন নেতানিয়াহুও। ইজরায়েল প্রধানমন্ত্রী হিন্দিতে টুইট করে নরেন্দ্র মোদীকে নির্বাচন জয়ের শুভেচ্ছা জানিয়ে ছিলেন।

আরও পড়ুন: “… অন্য কিছু ভাবতে হবে” দল ছাড়া নিয়ে প্রশ্নে বিস্ফোরক বৈশালী

প্রসঙ্গত, ইহুদি ধর্মালম্বী মানুষদের কাছে আলোর উৎসব হিসাবে ৮ দিন ব্যাপী এই হনুক্কা উৎসব পালিত হয়। তাঁরা মোমবাতি জ্বালিয়ে, গান গেয়ে ও বিশেষ ধরনের খাবার খেয়ে এই উৎসব পালন করেন।