Vallabhbhai Patel: সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনে কারাগারেও উদযাপন হবে জাতীয় ঐক্য দিবস, মুখ্যসচিবদের চিঠি স্বরাষ্ট্র মন্ত্রকের
নয়া দিল্লি: প্রতিবছরই ৩১শে অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনে (Sardar Vallabhbhai Patel’s birthday) দেশজুড়ে পালিত হয় জাতীয় ঐক্য দিবস। তবে এবার দেশের জেলগুলিতেও জাতীয় ঐক্য দিবস পালন করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফে। এ বিষয়ে তৎপরতা শুরু করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Union Home Ministry)। সূত্রের খবর, ইতিমধ্যেই সারা দেশের মুখ্যসচিবদের কাছে একটি […]
নয়া দিল্লি: প্রতিবছরই ৩১শে অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনে (Sardar Vallabhbhai Patel’s birthday) দেশজুড়ে পালিত হয় জাতীয় ঐক্য দিবস। তবে এবার দেশের জেলগুলিতেও জাতীয় ঐক্য দিবস পালন করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফে। এ বিষয়ে তৎপরতা শুরু করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Union Home Ministry)। সূত্রের খবর, ইতিমধ্যেই সারা দেশের মুখ্যসচিবদের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের জেলগুলিতে একতা দিবস অনুষ্ঠানের আয়োজন করতে।
সূত্রের খবর, সারাদেশে ৭৫০টি জেলায় ৭৫ হাজার ঐক্যবদ্ধ প্রতিযোগিতা ও কর্মসূচির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে স্বাধীনতার ৭৫তম বর্ষ উপলক্ষে কারাগারগুলিতে যে উৎসবের মেজাজ ছিল তাও মুখ্যসচিবদের লেখা চিঠিতে উল্লেখ করেছেন স্বারাষ্ট্র সচিব। এবার যেন একতা প্রতিযোগিতার হাত ধরে ফের সেই উদযাপনের মেজাজ ফের ফিরতে চলেছে কারাগারগুলিতে।
ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইতমধ্যেই গুজরাটে তৈরি হয়েছে স্ট্যাচু অব ইউনিটি। বিশাল এই মূর্তিটি ভদোদরা থেকে ৯০ কিলোমিটার দূরে অবস্থিত। আমেদাবাদ থেকে এর দূরত্ব ২০০ কিলোমিটার। এদিকে স্বাধীনতা আন্দোলনের শুরু থেকে স্বীধনতা পবর্তী ভারতে বল্লভভাইয়ের অবদান নিয়ে রয়েছে কত ইতিহাস। তাঁর দৃঢ় মানসিকতা, রাজনৈতিক বোধ, ক্ষুরধার রাজনৈতিক দূরদৃষ্টির জন্য আজও ভারতের স্বাধীনতা তথা রাজনীতির ইতিহাসে অমর হয়ে আছেন ‘লৌহ মানব’। শোনা যায় ১৯৪৬ সালে কংগ্রেসের সভাপতি পদে নির্বাচনে মোট পনেরটি ভোটের মধ্যে সর্দার প্যাটেল তেরটি ভোট পেয়ে বিজয়ী হলেও গান্ধীজীর অনুরোধে তিনি প্রধানমন্ত্রীর পদটি ছেড়ে দিয়েছিলেন বল্লভভাই। সেই সর্দার বল্লভভাইয়ের জন্মদিন উদযাপনে এবার কেন্দ্রীয় সরকারের এই বিশেষ উদ্যোগ নিয়ে চর্চা শুরু হয়েছে নানা মহলে।