Navjot Sidhu: ‘আজকের বিপ্লবের নাম রাহুল গান্ধী’, মেন্টরদের সঙ্গে সাক্ষাৎ করে টুইট সিধুর

১০ মাস পর বুধবার জেল থেকে মুক্তি পান তিনি। আর জেল থেকে বেরিয়েই বৃহস্পতিবার মেন্টর রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন সিধু।

Navjot Sidhu: 'আজকের বিপ্লবের নাম রাহুল গান্ধী', মেন্টরদের সঙ্গে সাক্ষাৎ করে টুইট সিধুর
রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধঈ বঢরার সঙ্গে নভজ্যোত সিধু।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 06, 2023 | 8:30 PM

নয়া দিল্লি: পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় কারাদণ্ড হয়েছিল ক্রিকেটার থেকে রাজনীতিক নভজ্যোত সিং সিধুর (Navjot Singh Sidhu)। ১০ মাস পর বুধবার জেল থেকে মুক্তি পান তিনি। আর জেল থেকে বেরিয়েই বৃহস্পতিবার মেন্টর রাহুল গান্ধী (Rahul Gandhi) ও প্রিয়ঙ্কা গান্ধী বঢরার (Priyanka Gandhi Vadra) সঙ্গে সাক্ষাৎ করলেন সিধু। শুধু মেন্টরদের সঙ্গে সাক্ষাৎ করা নয়, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে সাক্ষাতের পর নাম না করে বিজেপিকে বিশেষ বার্তাও দিলেন সিধু। রাহুল গান্ধীকে ‘আজকের বিপ্লবের নাম’ বলেও আখ্যা দেন। একইসঙ্গে পঞ্জাবের জনগণের প্রতি তাঁর বার্তা, পঞ্জাবের মানুষের জন্য কাজ করে যাব।

জানা গিয়েছে, বুধবার জেল থেকে মুক্তি পেয়েছেন নভজ্যোত সিং সিধু। জেল থেকে বেরিয়েই এদিন তিনি দিল্লিতে গিয়ে রাহুল গান্ধী এবং প্রিয়ঙ্কা গান্ধী বঢরার সঙ্গে সাক্ষাৎ করেন। তারপর রাহুল, প্রিয়ঙ্কার সঙ্গে তাঁর ছবি টুইটারে পোস্ট করে নাম না করে বিজেপিকে বিশেষ বার্তা দেন সিধু। একইসঙ্গে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সিংহকেও তোপ দেগে ‘আকবরী মুখ্যমন্ত্রী’ বলে কটাক্ষ করেন কংগ্রেস নেতা।

টুইটার পোস্টে কী লিখেছেন সিধু? রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী বঢরার সঙ্গে সাক্ষাৎ করে নভজ্যোত সিধু টুইটারে লেখেন, “আমার মেন্টর রাহুলজি এবং অভিভাবক-সম বন্ধু প্রিয়ঙ্কাজির সঙ্গে নয়া দিল্লিতে সাক্ষাৎ করেছি।” এরপরই নাম না করে বিজেপিকে কটাক্ষ করে সিধু লেখেন, “আপনারা আমাকে জেলে পাঠাতে পারেন, ভয় দেখাতে পারেন, আমার সমস্ত আর্থিক লেনদেনের অ্যাকাউন্ট ব্লক করতে পারেন। কিন্তু, পঞ্জাবের জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ এবং আমার নেতারা কখনও সরবেন না এবং এক ইঞ্চি পিছু হটবেন না।”

অন্যদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লবের নাম রাহুল গান্ধী বলে তকমা দেন নভজ্যোত সিং সিধু। তিনি বলেন, “দেশে যখনই একনায়কত্ব এসেছে, বিপ্লব এসেছে এবং আজকের বিপ্লবের নাম রাহুল গান্ধী। গণতন্ত্রের অর্থ হল বিতর্ক এবং ভিন্নমত। কিন্তু, বিরোধীদের কণ্ঠস্বর দমন করার চেষ্টা করা হচ্ছে।”

প্রসঙ্গত, ১৯৮৮ সালে একটি পথ দুর্ঘটনায় ৩৪ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যু হয়। সেই ঘটনায় গত বছর নভজ্যোত সিং সিধুর এক বছরের কারাদণ্ড হয়। পঞ্জাব পাতিয়ালা জেলে ঠাঁই হয় তাঁর। চলতি বছরের মে মাসে তাঁর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু, ভাল ব্যবহারের জন্য ১০ মাসেই মুক্তি পান সিধু।