Manipur Government: মণিপুর সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার বিজেপির শরিক কুকি অ্যালায়েন্সের

Kuki: মণিপুর বিধানসভায় কুকি পিপলস অ্যালায়েন্সের দুই বিধায়ক রয়েছেন। এন.বীরেন সিংয়ের সরকারকে সমর্থন জানাতেন তাঁরা। কিন্তু, এদিন সমর্থন প্রত্যাহার করে সরাসরি রাজ্যপালকে চিঠি দিলেন KPA প্রধান তোংমাং হাওকিপ।

Manipur Government: মণিপুর সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার বিজেপির শরিক কুকি অ্যালায়েন্সের
অশান্তির আঁচ পড়ল মণিপুর সরকারে উপর। ফাইল ছবি। Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 06, 2023 | 8:57 PM

ইম্ফল: গত তিন মাস ধরে হিংসার আগুনে জ্বলছে মণিপুর (Manipur)। গত শুক্রবার নতুন করে অশান্তি ছড়িয়েছে। এবার এই অশান্তির প্রভাব পড়ল এন বীরেন সিংয়ের সরকারে। NDA-র অন্যতম শরিক কুকি পিপলস অ্যালায়েন্স (KPA) মণিপুর সরকারের উপর থেকে সমর্থন তুলে নিল। রবিবারই দলের তরফে সমর্থন প্রত্যাহারের কথা জানিয়ে রাজ্যপাল অনুসূয়া উইকিকে চিঠি দিয়েছে কুকি পিপলস অ্যালায়েন্স।

মণিপুর বিধানসভায় কুকি পিপলস অ্যালায়েন্সের দুই বিধায়ক রয়েছেন। এন বীরেন সিংয়ের সরকারকে সমর্থন জানাতেন তাঁরা। কিন্তু, এদিন সমর্থন প্রত্যাহার করে সরাসরি রাজ্যপালকে চিঠি দিলেন KPA প্রধান তোংমাং হাওকিপ। চিঠিতে জানানো হয়েছে, “সাম্প্রতিক অগ্নিগর্ভ পরিস্থিতির কথা বিবেচনা করার পরে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের নেতৃত্বাধীন মণিপুরের বর্তমান সরকারের প্রতি সমর্থন আর ফলপ্রসূ নয়৷ তাই মণিপুর সরকারের উপর থেকে KPA-এর সমর্থন প্রত্যাহার করা হয়েছে।”

প্রসঙ্গত, কুকি ও মেইতি সম্প্রদায়ের সংঘর্ষে গত ৩ মে থেকে উত্তাল মণিপুর। মাঝে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও কয়েক দিন যেতে না যেতে ফের অগ্নিগর্ভ হয়ে উঠছে গোটা রাজ্য। দু-পক্ষের সংঘর্ষে ইতিমধ্যে প্রায় ২০০ জনের মৃত্যু হয়েছে। এর উপর বেশ কয়েকটি ন্যক্কারজনক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যার মধ্যে দুই মহিলাকে নগ্ন করে হাঁটানো, গণধর্ষণের ঘটনা রয়েছে। ফলে আরও উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর। ইতিমধ্যে পরিস্থিতি খতিয়ে দেখতে বিরোধী জোট ইন্ডিয়া-র প্রতিনিধিরা মণিপুর গিয়েছিলেন। মণিপুর ইস্যুতে আলোচনা প্রসঙ্গে উত্তাল হয়েছে সংসদও। এবার এর আঁচ পড়ল সরাসরি মণিপুর সরকারের উপর।