Nepal Plane Crash: বিমান থেকে ফেসবুক লাইভে ভারতীয় যাত্রী, তখনই ঘটল নেপালের দুর্ঘটনা, ক্যামেরায় ধরা পড়ল সবটাই
Nepal plane crash: অভিশপ্ত বিমানটিতে ছিলেন ভারতের উত্তরপ্রদেশের গাজীপুর জেলার পাঁচ যুবকও। তাঁদের ফেসবুক লাইভে ধরা পড়েছে দুর্ঘটনার মুহূর্তের ছবি।
কাঠমান্ডু: রবিবার সকালে নেপালের পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের অনতিদূরে, ৬৮ যাত্রী এবং ৪ ক্রু সদস্যদের নিয়ে ভেঙে পড়েছে কাঠমান্ডু থেকে আসা একটি বিমান। এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় প্রাণ হারানো ৬৯ জনের দেহ উদ্ধার করা গিয়েছে। অনুমান করা হচ্ছে, বিমানে থাকা সকলেরই মৃত্যু হয়েছে। অভিশপ্ত বিমানটিতে ছিলেন ভারতের উত্তরপ্রদেশের গাজীপুর জেলার পাঁচ যুবকও। জানা গিয়েছে, গত ১৩ জানুয়ারি তাঁরা নেপালে বেড়াতে গিয়েছিলেন। এদিন, ওই পাঁচ যুবকের একজন অভিশপ্ত বিমানটি থেকে ফেসবুক লাইভ করছিলেন। আর সেই সময়ই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। আর তাঁর ফেসবুক লাইভে ধরা পড়েছে দুর্ঘটনার মুহূর্তের ছবি।
দুর্ঘটনার কবলে পড়েছেন যে পাঁচ ভারতীয় যুবক, তাঁরা হলেন – অনিল রাজভর, বিশাল শর্মা, অভিষেক কুশওয়া, সোনু জয়সওয়াল এবং সঞ্জয় জয়সওয়াল। তাঁরা গাজীপুরের আলাওয়ালপুর সিপাহ ও ধারওয়া গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে তাঁরা বিমানের আসন থেকেই ফেসবুক লাইভ করা শুরু করেছিলেন। সেই ভিডিয়োয় ধ্বংসযজ্ঞের দৃশ্য স্পষ্ট ধরা পড়েছে। দুর্ঘটনার পর সেই ফেসবুক লাইভের ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
During the Nepal plane accident,a passenger who was the victim of the accident was doing Facebook Live, the video went viral on social media. At least 68 people have died after a 72-seater plane crashed. #planecrash #NepalPlaneCrash #Nepal #pokhra #NepalPlaneCrashVideo pic.twitter.com/KSLpWhBIRp
— Gajraj Singh Parihar (@GAJRAJPARIHAR) January 15, 2023
সূত্রের খবর, ফেসবুক লাইভটি করেন সোনু জয়সওয়াল। ভিডিয়োটির শুরুতে দেখা গিয়েছে, সোনু এবং অন্যান্য ভারতীয় যাত্রীরা বিমানের আসনে বসে আছেন। অনতিদূরেই ছিল পোখরা আন্তর্জাতিক বিমানবন্দর। তাই বিমানটি অনেকটাই নীচে নেমে এসেছিল। ফেসবুক লাইভে বিমানের জানলা দিয়ে নিচের ঘরবাড়িও দেখা যাচ্ছিল। তখনও পর্যন্ত বিমানের যাত্রীরা বুঝতেই পারেননি, কয়েক সেকেন্ড পর, তাঁদের জন্য কী পরিণতি অপেক্ষা করছে। যাত্রীদের বেশ খোশ মেজজেই দেখা যায়। তবে এরপরই সোনু জওসওয়ালে মোবাইল ক্যামেরায় ধরা পড়ে এমন কিছু ছবি, যা থেকে বোঝা যাচ্ছে বিমানটি দুর্ঘটনার মুখে পড়েছে। এমনকি মোবাইল ক্যামেরায় আগুনের ছবিও ধরা পড়েছে। এই ৫ ভারতীয় যাত্রীদের মধ্যে এখনও পর্যন্ত ৪ জনের দেহ উদ্ধার করা গিয়েছে। এদিন রাতে উদ্ধারকার্য স্থগিত রাখা হয়েছে। আগামীকাল ফের বাকি ৪ জনের খোঁজ শুরু করা হবে।