Night Curfew in UP: ওমিক্রন আতঙ্কে বড়দিনের রাত থেকেই নাইট কার্ফু জারি উত্তর প্রদেশে
Night Curfew: আগামী বছরই উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই রাজ্যে নির্বাচনী প্রচার শুরু হয়ে গিয়েছে। মধ্য প্রদেশের পর উত্তর প্রদেশে নাইট কার্ফু জারি করা হয়েছে। গতকাল মধ্য প্রদেশে নাইট কার্ফুর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
লখনউ: ওমিক্রন নিয়ে আতঙ্ক ক্রমেই বাড়ছে। ইতিমধ্যেই করোনার এই নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ৩৫৮ জন। দেশের ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইতিমধ্যেই থাবা বসিয়েছে ওমিক্রন। ওমিক্রন উদ্বেগের মাঝেই ভাইরাসের প্রকোপ রোধে নাইট কার্ফুর পথে হাঁটল উত্তর প্রদেশ প্রশাসন। ২৫ ডিসেম্বর শনিবার থেকে উত্তর প্রদেশ জুড়ে নাইট কার্ফু জারি করা হয়েছে। রাজ্য প্রশাসন জানিয়েছেন, রাত ১১ টা থেকে শুরু করে ভোর ৫ টা অবধি চলবে বিধিনিষেধ।
রাজ্য প্রশাসন সূত্রে খবর, কোনও অনুষ্ঠান বা বিয়েতে ২০০ জনের বেশি জমায়েত না করার নির্দেশিকা জারি করেছে সরকার। এবং সকল অনুষ্ঠানে যাবতীয় কোভিড বিধি পালন করা বাধ্যতমূলক বলেই জানিয়েছে প্রশাসন। প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, দোকানদার ও ক্রেতাদের সবসময় মাস্ক পরে থাকতে হবে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিদেশে ও দেশের অন্যান্য রাজ্য থেকে উত্তর প্রদেশে আগত সকলের কোভিড পরীক্ষা বাধ্যতামূলক। বাস টার্মিনাস ও রেলওয়ে স্টেশনগুলিতে বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী বছরই উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই রাজ্যে নির্বাচনী প্রচার শুরু হয়ে গিয়েছে। মধ্য প্রদেশের পর উত্তর প্রদেশে নাইট কার্ফু জারি করা হয়েছে। গতকাল মধ্য প্রদেশে নাইট কার্ফুর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি জানিয়েছেন, পরবর্তী নির্দেশিকা অবধি রাজ্যে রাত ১১ টা থেকে ভোর ৫ টা অবধি নাইট কার্ফু চলবে।
উল্লেখ্য, করোনা ও ওমিক্রন ভ্যারিয়েন্টের আক্রান্তের সংখ্যার ক্রমশ বৃ্দ্ধি নিয়ে গতকালই উচ্চ পর্যারের বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনার নয়া ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক করার পাশাপাশি সেই বৈঠক থেকে প্রধানমন্ত্রী বার্তা দিয়েছেন, ‘আমাদের সতর্ক ও সাবধান থাকতে হবে।’
দেশের প্রতিটি রাজ্যে, প্রতিটি জেলায় স্বাস্থ্য পরিকাঠামো উপযুক্ত আছে কি না, সে বিষয়ে নজর দেওয়ার কথা বলেন মোদী। প্রধানমন্ত্রী আরও জানান, সামগ্রিক পরিস্থিতিতে নজর রাখছে কেন্দ্র। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর ক্ষেত্রে প্রয়োজনে সহযোগিতা করা হবে বলেও উল্লেখ করেন তিনি। আগেও একাধিকবার প্রধানমন্ত্রী নমুনা পরীক্ষা ও সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে বের করার ওপর জোর দিতে বলেছেন। এ দিন কেন্দ্রের স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে তিনি ফের সেই বিষয়ে নজর দিতে বলেন। মোদী জানিয়েছেন, যে সব রাজ্যে টিকাকরণ কম হয়েছে বা স্বাস্থ্য পরিকাঠামো ঠিক নেই, সেখানে কেন্দ্রের তরফে টিম পাঠোনো হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে সাহায্য় করা হবে বলে জানিয়েছেন তিনি।