নীতীশ ‘কাপুরুষ’, পারলে গ্রেফতার করুক! কৃষক আন্দোলনের সমর্থনে তোপ তেজস্বীর

টুইটে তেজস্বী লিখেছেন, "কৃষকদের সমর্থন করার জন্য আমাদের নামে এফআইআর দায়ের করেছে কাপুরুষ মুখ্যমন্ত্রী। যদি ক্ষমতা থাকে আমাদের গ্রেফতার করে দেখাক। না হলে আমি আত্মসমর্পণ করব। কৃষকদের জন্য আমি ফাঁসির দড়িতে ঝুলতেও রাজি।"

নীতীশ 'কাপুরুষ', পারলে গ্রেফতার করুক! কৃষক আন্দোলনের সমর্থনে তোপ তেজস্বীর
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Dec 06, 2020 | 3:20 PM

পাটনা: নীতীশ কুমার (Nitish Kumar) ‘কাপুরুষ’। পারলে গ্রেফতার করে দেখাক। এভাবেই বিহারের মুখ্যমন্ত্রীকে বিঁধলেন তেজস্বী যাদব (Tejaswi Yadav)। অনুমতি ছাড়াই আন্দোলনে সামিল হওয়ার জন্য বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব-সহ ‘মহাগঠবন্ধনের’ মোট ১৯ জন নেতার নামে এফআইআর দায়ের হয়েছে। তারই পাল্টা দিলেন লালু পুত্র।

টুইটে তেজস্বী লিখেছেন, “কৃষকদের সমর্থন করার জন্য আমাদের নামে এফআইআর দায়ের করেছে কাপুরুষ মুখ্যমন্ত্রী। যদি ক্ষমতা থাকে আমাদের গ্রেফতার করে দেখাক। না হলে আমি আত্মসমর্পণ করব। কৃষকদের জন্য আমি ফাঁসির দড়িতে ঝুলতেও রাজি।” টানা ১১ দিন ধরে দিল্লিতে কৃষক আন্দোলন চলছে। নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহার করার দাবিতে কৃষকরা অনড়। একাধিক বৈঠকের পরও রফাসূত্র মেলেনি। মঙ্গলবার সারা ভারত বনধেরও ডাক দিয়েছেন কৃষক নেতারা।

অনুমতি না পেলেও কৃষক আন্দোলনের সমর্থনে শনিবার পাটনার গান্ধী ময়দানে জড়ো হয়েছিল বিহারের বিরোধী দলগুলি। সেখানে ‘মহাগঠবন্ধন’ শপথ গ্রহণ করে যে কোনও মূল্যে তারা কৃষকদের সমর্থন করবে। সেখান থেকেই ৮ ডিসেম্বরের সারা ভারত বনধকে সমর্থনের কথা জানান তেজস্বী যাদব। তারপরই বিরোধী নেতাদের বিরুদ্ধে মহামারি আইনে দায়ের হয় অভিযোগ।

আরও পড়ুন: পা থেকে মাথা পর্যন্ত দুনীর্তিগ্রস্ত, তারাই বেশি চিৎকার করে, রাজীবকে তোপ অরূপের

পাল্টা আরজেডির তরফে একটি টুইটে অভিযোগ, এনডিএ সামাজিক দূরত্ব বজায় না রেখেই কর্মসূচি পালন করছে। কৃষকদের সমর্থনে সভা করলে মহামারী আইনে এফআইআর দায়ের হয় আর শাসক দল করলে কেন কিছু না? এই প্রশ্নও ছুড়ে দিয়েছে রাষ্ট্রীয় জনতা দল।