AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Note printing cost: নোট ছাপতেও খরচা আছে, জানেন ১০ থেকে ২০০০ টাকা পর্যন্ত কোন নোট ছাপতে কত টাকা লাগে?

মূল্যবৃদ্ধির বাজারে কাগজ ও কালির দামও বেড়েছে। এই অবস্থায় ছাপার খরচও বেড়েছে। ৫০০ বা ২০০০ টাকার নোটের বদলে ২০০ টাকার নোট ছারাপ পিছনে সবথেকে বেশি খরচ করতে হয় আরবিআই-কে।

Note printing cost: নোট ছাপতেও খরচা আছে, জানেন ১০ থেকে ২০০০ টাকা পর্যন্ত কোন নোট ছাপতে কত টাকা লাগে?
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: May 06, 2023 | 7:10 AM
Share

নয়া দিল্লি: আপনি কি জানেন, আপনার মানিব্যাগে এখন যে নোটগুলি রয়েছে, সেগুলি ছাপার জন্য কত টাকা খরচ হয়? আজ্ঞে হ্যাঁ, নোট ছাপার জন্যও আরবিআই-কে প্রচুর খরচ করতে হয়। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির মধ্যে কাগজ ও কালির দামও বেড়েছে। তাই, এখন নোট ছাপানোর খরচও অনেক বেড়েছে। অনেকেরই মনে হতে পারে, ৫০০ বা ২০০০ টাকার নোটই যেহেতু ভারতীয় মুদ্রা ব্যবস্থায় বর্তমানে সবথেকে বেশি মূল্যের নোট, তাই হয়ত এগুলি ছাপতেই সবথেকে বেশি খরচ হয়। কিন্তু, কার্যক্ষেত্রে ২০০ টাকার নোট ছাপতেই আরবিআই-এর সবথেকে বেশি খরচ হয়। ১০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকা – কোন নোট ছাপাতে কত খরচ হয়, আসুন জেনে নেওয়া যাক –

১০ টাকা এবং ২০০ টাকার নোট ছাপানো সবথেকে ব্যয়বহুল

নোটের মূল্য যত কম হয়, মুদ্রণ খরচ ততই বেশি হয়। অর্থাৎ, ৫০ টাকার একটি নোটের তুলনায় ১০ টাকার একটি নোট ছাপার খরচ বেশি লাগে। তবে, ২০০ টাকার নোট ছাপতেই সবচেয়ে বেশি খরচ করতে হয় আরবিআই-কে। এর কারণ, ২০০০ ও ৫০০ টাকার নোটের তুলনায় ২০০ টাকার নোট মানুষ বেশি ব্যবহার করেন। আর তাই এই নোট ছাপতে হয় বেশি পরিমাণে। আর সেই কারণেই ২০০ টাকার নোট ছাপার পিছনেই সর্বোচ্চ খরচ করে থাকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।

এই হল ছাপার খরচ

এই বিষয়ে এক আরটিআই অনুসারে, ১০ টাকার ছোট মূল্যের ১০০০ টি নোট ছাপানোর জন্য আরবিআই-কে ৯৬০ টাকা খরচ করতে হয়। অর্থাৎ, একেকটি ১০ টাকার নোট ছাপানোর পিছনে খরচ হয় ৯৬ পয়সা করে। একইভাবে, ১০০০ টি ২০ টাকার নোট ছাপতে খরচ লাগে ৯৫০ টাকা। অর্থাৎ, একেকটি নোটের দাম পড়ে ৯৫ পয়সা করে। আর ১০০০টি ৫০০ টাকার নোট ছাপতে খরচ লাগে ২,২৯০ টাকা।

লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
হাতে আর ১ মাস..., গঙ্গাসাগরের জন্য বৈঠক ডাকলেন মমতা
হাতে আর ১ মাস..., গঙ্গাসাগরের জন্য বৈঠক ডাকলেন মমতা
টিকিটটা হাতে নিয়েই দর্শক গড়গড় বলে গেলেন...
টিকিটটা হাতে নিয়েই দর্শক গড়গড় বলে গেলেন...
৬৩ বছরের বয়সী বাবার দুই ছেলের বয়স ৫৯ আর ৫৮! জানাজানি হতেই মাথায় হাত
৬৩ বছরের বয়সী বাবার দুই ছেলের বয়স ৫৯ আর ৫৮! জানাজানি হতেই মাথায় হাত
এই বাংলায় ৯৫ হাজার জন রয়েছে, যারা ১৫ বছরের কম বয়সেই বাবা হয়েছে
এই বাংলায় ৯৫ হাজার জন রয়েছে, যারা ১৫ বছরের কম বয়সেই বাবা হয়েছে
বুধবার থেকে আবার বাড়ি বাড়ি আসবেন BLO-রা, কী করবেন এবার?
বুধবার থেকে আবার বাড়ি বাড়ি আসবেন BLO-রা, কী করবেন এবার?
কমিশন হিয়ারিংয়ে ডাকলে কী কী নথি দেখাবেন?
কমিশন হিয়ারিংয়ে ডাকলে কী কী নথি দেখাবেন?