Note printing cost: নোট ছাপতেও খরচা আছে, জানেন ১০ থেকে ২০০০ টাকা পর্যন্ত কোন নোট ছাপতে কত টাকা লাগে?

মূল্যবৃদ্ধির বাজারে কাগজ ও কালির দামও বেড়েছে। এই অবস্থায় ছাপার খরচও বেড়েছে। ৫০০ বা ২০০০ টাকার নোটের বদলে ২০০ টাকার নোট ছারাপ পিছনে সবথেকে বেশি খরচ করতে হয় আরবিআই-কে।

Note printing cost: নোট ছাপতেও খরচা আছে, জানেন ১০ থেকে ২০০০ টাকা পর্যন্ত কোন নোট ছাপতে কত টাকা লাগে?
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: May 06, 2023 | 7:10 AM

নয়া দিল্লি: আপনি কি জানেন, আপনার মানিব্যাগে এখন যে নোটগুলি রয়েছে, সেগুলি ছাপার জন্য কত টাকা খরচ হয়? আজ্ঞে হ্যাঁ, নোট ছাপার জন্যও আরবিআই-কে প্রচুর খরচ করতে হয়। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির মধ্যে কাগজ ও কালির দামও বেড়েছে। তাই, এখন নোট ছাপানোর খরচও অনেক বেড়েছে। অনেকেরই মনে হতে পারে, ৫০০ বা ২০০০ টাকার নোটই যেহেতু ভারতীয় মুদ্রা ব্যবস্থায় বর্তমানে সবথেকে বেশি মূল্যের নোট, তাই হয়ত এগুলি ছাপতেই সবথেকে বেশি খরচ হয়। কিন্তু, কার্যক্ষেত্রে ২০০ টাকার নোট ছাপতেই আরবিআই-এর সবথেকে বেশি খরচ হয়। ১০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকা – কোন নোট ছাপাতে কত খরচ হয়, আসুন জেনে নেওয়া যাক –

১০ টাকা এবং ২০০ টাকার নোট ছাপানো সবথেকে ব্যয়বহুল

নোটের মূল্য যত কম হয়, মুদ্রণ খরচ ততই বেশি হয়। অর্থাৎ, ৫০ টাকার একটি নোটের তুলনায় ১০ টাকার একটি নোট ছাপার খরচ বেশি লাগে। তবে, ২০০ টাকার নোট ছাপতেই সবচেয়ে বেশি খরচ করতে হয় আরবিআই-কে। এর কারণ, ২০০০ ও ৫০০ টাকার নোটের তুলনায় ২০০ টাকার নোট মানুষ বেশি ব্যবহার করেন। আর তাই এই নোট ছাপতে হয় বেশি পরিমাণে। আর সেই কারণেই ২০০ টাকার নোট ছাপার পিছনেই সর্বোচ্চ খরচ করে থাকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।

এই হল ছাপার খরচ

এই বিষয়ে এক আরটিআই অনুসারে, ১০ টাকার ছোট মূল্যের ১০০০ টি নোট ছাপানোর জন্য আরবিআই-কে ৯৬০ টাকা খরচ করতে হয়। অর্থাৎ, একেকটি ১০ টাকার নোট ছাপানোর পিছনে খরচ হয় ৯৬ পয়সা করে। একইভাবে, ১০০০ টি ২০ টাকার নোট ছাপতে খরচ লাগে ৯৫০ টাকা। অর্থাৎ, একেকটি নোটের দাম পড়ে ৯৫ পয়সা করে। আর ১০০০টি ৫০০ টাকার নোট ছাপতে খরচ লাগে ২,২৯০ টাকা।