Nupur Sharma: সুপ্রিম কোর্টে মিলল স্বস্তি, আপাতত গ্রেফতার করা যাবে না নূপুর শর্মাকে
Nupur Sharma: বিতর্কিত মন্তব্যের পরই এফআইআর দায়ের হয় নূপুর শর্মার বিরুদ্ধে। এরপরই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি।
নয়া দিল্লি: গ্রেফতারিতে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মা। অবশেষে শীর্ষ আদালতে স্বস্তি পেলেন তিনি। মঙ্গলবার সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, ১০ অগস্ট পর্যন্ত কোনও মামলায় গ্রেফতার করা যাবে না তাঁকে। প্রাণের আশঙ্কা রয়েছে বলে আদালতে দাবি করছিলেন নেত্রী। সেই দাবিকে এ দিন গুরুত্ব দিয়েছে বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জে বি পর্দিওয়ালার ডিভিশন বেঞ্চ। ওই একই ইস্যুতে যদি আগামী কয়েকদিনের মধ্যে কোনও এফআইআর দায়ের হয়, সে ক্ষেত্রে ওই সুপ্রিম নির্দেশ কার্যকর থাকবে বলে জানিয়েছেন বিচারপতি।
এর আগে গত ১ জুলাই মামলা থেকে সুরক্ষার দাবিতে নূপুর শর্মা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই সময় খারিজ হয়ে যায় নেত্রীর আর্জি। এরপর সম্প্রতি ফের আদালতে আবেদন করেন নূপুর শর্মা। তাঁর আইনজীবী মনিন্দর সিং উল্লেখ করেন, নূপুরের প্রাণ সংশয় রয়েছে। সেই দাবি মেনে নিয়ে এ দিন ডিভিশন বেঞ্চের তরফে রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে নোটিস দেওয়া হয়েছে, যাতে নূপুর শর্মার প্রাণ সংশয় না হয়, তেমন নিরাপত্তা দেওয়া হয়।
আগে সুপ্রিম কোর্টে নূপুর শর্মাকে ভর্ৎসনা করেছিলেন বিচারপতি জেবি পর্দিওয়ালা এবং বিচারপতি সূর্য কান্ত। নেত্রীর আবেদন খারিজ করে দিয়ে সেই বেঞ্চ বলেছিল, আপনার মন্তব্য গোটা দেশে আগুন জ্বালিয়ে দিয়েছে।
বিতর্কিত মন্তব্যের জেরে দেশের একাধিক রাজ্যে এফআইআর দায়ের হয়েছে। দিল্লি, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, উত্তর প্রদেশ, কাশ্মীর ও জম্মুতে এফআইআর হয়েছে। আদালতের মন্তব্যের কথা উল্লেখ করেই এ দিন নিরাপত্তার আবেদনম করেন নূপুরের আইনজীবী। নেত্রীকে যে ভাবে ভর্ৎসনা করা হয়েছিল তাতে তাঁর প্রাণ সংশয় আরও বেড়ে গিয়েছে বলে অভিযোগ আইনজীবীর। কলকাতায় যে লুকআউট নোটিস জারি হয়েছে, সে কথাও এ দিন উল্লেখ করেন আইনজীবী মনিন্দর সিং।
কিছু কিছু ক্ষেত্রে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে নূপুরের বিরুদ্ধে। এরপরই সম্ভাব্য গ্রেফতারি স্থগিত রাখার আবেদন জানিয়েছিলেন তিনি।