Flight Engine problem: মাঝ আকাশে বড়সড় বিপত্তি, তড়িঘড়ি অবতরণ করল দুই বিমান

Flight Engine problem: দুটিই গো ফার্স্ট সংস্থার বিমান বলে জানা গিয়েছে। একটি ছিল মুম্বই থেকে লে-গামী বিমান ও অপরটি শ্রীনগর থেকে দিল্লিগামী।

Flight Engine problem: মাঝ আকাশে বড়সড় বিপত্তি, তড়িঘড়ি অবতরণ করল দুই বিমান
ছবি সৌজন্যে : Pixabay
Follow Us:
| Edited By: | Updated on: Jul 19, 2022 | 3:46 PM

নয়া দিল্লি : ফের মাঝ আকাশে বিপত্তি বিমানে। মুম্বই থেকে লে ও শ্রীনগর থেকে দিল্লিগামী দুটি বিমানের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। দুটি বিমানই তড়িঘড়ি অবতরণ করানো হয়। দুটি গো ফার্স্ট সংস্থার বিমান। ডিজিসিএ-র তরফে জানানো হয়েছে, দুটি বিমানেই মঙ্গলবার যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। দুটি বিমানকে নিরাপদে নামানে হয়েছে। বিপদ বুঝে মুম্বই থেকে লে- গামী বিমানটি দিল্লি নিয়ে যাওয়া হয়। অপর বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যেই শ্রীনগর ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। অসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিসিজিএ-র তরফে অনুমোদন না দেওয়া পর্যন্ত বিমান ওড়ানো যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিমান দুটি ওড়ার কিছুক্ষণ পরই ত্রুটির বিষয়টি চোখে পড়ে। সমস্যাও প্রায় একই। এরপরই অবতরণ করানো হয়। কারও কোনও ক্ষতি হয়নি, সুরক্ষিত আছেন যাত্রীরা।

গত এক মাসে বেশ বিমান পরিষেবার ত্রুটি সংক্রান্ত বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। যার জন্য গত তিন দিন ধরে দফায় দফায় বৈঠকে বসেছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। বিমান যাত্রীদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত করা যায়, সে ব্যাপারেই আলোচনা সেরেছেন তিনি।

উল্লেখ্য, দিন দুয়েক আগে ইন্ডিগো বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় শারজাহ থেকে হায়দরাবাদ ফেরার পথে বিমান ঘুরিয়ে পাকিস্তানে অবতরণ করাতে হয়। পাইলট ত্রুটির কথা জানানোর সঙ্গে সঙ্গে অবতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া গত ১৪ জুলাই দিল্লি থেকে ভদোদরা যাওয়ার পথে সমস্যার সম্মুখী হয় ইন্ডিগো-র অপর একটি বিমান।

সেই বিমান জয়পুরে অবতরণ করানো হয়। চলতি মাসের শুরুর দিকে, দিল্লি থেকে দুবাই যাওয়ার পথে স্পাইস জেটের একটি বিমানের অভিমুখ ঘুরিয়ে করাচি নিয়ে যাওয়া হয়। সে ক্ষেত্রে ফুয়েল ইন্ডিকেটরে সমস্যা ছিল। ওই ঘটনার পরই ডিসিজিএ-র তরফে স্পাইস জেটকে শোকজ নোটিস দেওয়া হয়। তবে দফায় দফায় বৈঠকের পরও যে ছবিটা বদলায়নি, মঙ্গলবারের ঘটনা তারই প্রমাণ।