Odisha: মহাশিবরাত্রিতে স্ত্রীর নগ্ন দেহ নিয়ে জঙ্গলে যুবক, তন্ত্রসাধনা না কি লুকিয়ে অন্য রহস্য?

Odisha Tantrik ritual on Mahashivaratri: মহা শিবরাত্রির রাতে এক ব্যক্তি তাঁর স্ত্রীকে বলি দিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। জঙ্গলে গিয়ে ওই ব্যক্তিকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ

Odisha: মহাশিবরাত্রিতে স্ত্রীর নগ্ন দেহ নিয়ে জঙ্গলে যুবক, তন্ত্রসাধনা না কি লুকিয়ে অন্য রহস্য?
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Feb 20, 2023 | 3:27 PM

ঢেঙ্কানল: মহা শিবরাত্রির রাতে এক ব্যক্তি তাঁর স্ত্রীকে বলি দিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। শুধু বলি দেওয়াই নয়, তন্ত্র সাধনার জন্য স্ত্রীয়ের মৃতদেহ নগ্ন অবস্থায় নিকটবর্তী জঙ্গলে নিয়ে গিয়েছিল বলেও অভিযোগ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শনিবার রাতে, ওড়িশার ঢেঙ্কনালের জেলার পারজাঙ্গা থানার অন্তর্গত আমবাপালাস গ্রামে। তান্ত্রিক আচারে ভগবানের কাছে নৈবেদ্য হিসেবেই ওই ব্যক্তি তার স্ত্রীকে হত্যা করেছে বলে অভিযোগ। অভিযুক্ত অস্তম খাটুয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশের দাবি, তিনি মহা শিবরাত্রির রাতে স্ত্রীর নগ্ন দেহ নিয়ে ওই জঙ্গলে সে এক বিশেষ পূজায় বসছিল।

নিহত মহিলার নাম মমতা খাটুয়া। পুলিশ সূত্রে জানানো হয়েছে, মমতাকে তাদের বাড়িতেই হত্যা করেছিল তাঁর স্বামী অস্তম খাটুয়া। পরে, শিবরাত্রিতে তান্ত্রিক আচার পালনের জন্য তার নগ্ন দেহ নিয়ে সে কাছের একটি জঙ্গলে গিয়েছিল। পুলিশ বা অন্য কেউ যাতে না জানতে পারে, তার জন্য সে অনেক চেষ্টা করেছিল। তবে, সবকিছু অস্তম খাটুয়ার পরিকল্পনামাফিক ঘটেনি। গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ওই জঙ্গলে উপস্থিত হয়েছিল পুলিশ। পূজার মধ্যেই অস্তম খাটুয়াকে হাতেনাতে ধরা হয়। পুলিশ আরও জানিয়েছে, মমতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

সূত্রের খবর, অস্তম ছিল মমতার দ্বিতীয় স্বামী। এর আগে অন্য এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয়েছিল। তাদের তিন সন্তানও ছিল। কিন্তু, অস্তমের প্রেমে পড়েছিলেন মমতা। এরপর একদিন, প্রথম স্বামী ও তিন সন্তানকে রেখে অস্তমের সঙ্গে পালিয়েছিলেন মমতা। তবে, বেশ কিছু তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগেই ছিল। সেই ঝগড়ার জেরেই এই হত্যা করা হয়েচে, নাকি অস্তম পরিকল্পনা করেই মমতাকে বলি দিয়েছে, সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

খুনের বিষয়ে জানতে চাইলে অস্তম, তার অপরাধে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। সে দাবি করেছে, মমতার মৃত্যুর সময় সে বাড়িতে ছিল না। সে ফেরার আগেই মমতা কিছু ট্যাবলেট গিলে নিয়েছিল বলে দাবি করেছে সে। তাতেই তার মৃত্যু হয়েছে। অস্তমের ভাই শিব খাটুয়া বলেছেন, “আমি জানি না কীভাবে তার (মমতা) মৃত্যু হয়েছে। কিন্তু আমি জানি অষ্টম তন্ত্র সাধনা করত। পূজাপাঠ, বিভিন্ন আচার-অনুষ্ঠান নিয়ে থাকত।”