Pralhad Joshi: ‘নতুন বোতলে পুরনো মদ’, বিরোধী জোটকে কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রীর

খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আক্রমণ শানিয়েছেন বিরোধীদের জোটকে। এ বার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী কটাক্ষ করলেন ‘ইন্ডিয়া’-কে। এই জোটকে ‘নতুন বোতলে পুরনো মদ’ বলে কটাক্ষ করেছেন তিনি।

Pralhad Joshi: ‘নতুন বোতলে পুরনো মদ’, বিরোধী জোটকে কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রীর
প্রহ্লাদ যোশী। ফাইল ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 19, 2023 | 10:05 PM

নয়াদিল্লি: বেঙ্গালুরুতে বৈঠকের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে বিরোধীদের জোট (Opposition Unity)। সৌজন্যে জোটের নাম। ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া) নাম নিয়েই আলোচনা শুরু হয়েছে দেশের রাজনৈতিক মহল থেকে সোশ্যাল মিডিয়ায়। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আক্রমণ শানিয়েছেন বিরোধীদের জোটকে। এ বার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী (Pralhad Joshi) কটাক্ষ করলেন ‘ইন্ডিয়া’-কে। এই জোটকে ‘নতুন বোতলে পুরনো মদ’ বলে কটাক্ষ করেছেন তিনি।

বিরোধীদের জোটের প্রসঙ্গে প্রহ্লাদ যোশীকে জিজ্ঞাসা করেছিলেন সাংবাদিকরা। উত্তরা তিনি যা বলেছেন, সেই ভিডিয়ো তিনি নিজের টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেছেন। বিরোধী জোটের প্রসঙ্গে তিনি বলেছেন, “নাম বদলালেই সব পাল্টে যাবে না। লোক তো সব একই রয়েছে। নতুন বোতলে পুরনো মদ।”

পটনার পর বেঙ্গালুরুর বৈঠকে নিজেদের ঐক্য তুলে ধরতে মরিয়া ছিল বিরোধীরা। এই বৈঠক থেকেই ঘোষণা করা হয় জোটের নতুন নাম। যদিও জোটের এই নাম নিয়ে কিছু বিরোধী দলের আপত্তিও ছিল। তা নিয়েই বিরোধীদের আক্রমণ শানিয়েছে বিজেপি। গত কাল থেকে বিজেপি শীর্ষ স্থানীয় একাধিক নেতা-মন্ত্রী আক্রমণ করেছেন বিরোধী জোটকে। এ বার সেই তালিকায় এলেন প্রহ্লাদ যোশী।