Omicron Variant:মুম্বইতেও মিলল ওমিক্রন! ভারতে আক্রান্ত ৪, পাঁচ রাজ্যকে সতর্ক করল কেন্দ্র
Omicron variant: ভারতে তৎপরতার সঙ্গে খোঁজা হচ্ছে, কাদের নমুনায় এই নতুন ভ্যারিয়েন্ট আছে। কোভিড-১৯ এর নতুন সংস্করণ ওমিক্রন।
ওমিক্রন নিয়ে চিন্তায় গোটা দুনিয়া। ভারতে তৎপরতার সঙ্গে খোঁজা হচ্ছে, কাদের নমুনায় এই নতুন ভ্যারিয়েন্ট আছে। কোভিড-১৯ এর নতুন সংস্করণ ওমিক্রন। দক্ষিণ আফ্রিকায় কোভিডের এই নতুন সংস্করণের প্রথম শনাক্ত করেন চিকিৎসক অ্যাঞ্জেলিক কোয়েটজি। সম্প্রতিই তিনি দেশে আক্রান্ত রোগীদের মধ্যে প্রকাশ পাওয়া লক্ষণগুলির ব্যাপারে আলোকপাত করেছেন। সর্বভারতীয় এক চ্যানেলকে সাক্ষাৎকারে তিনি বলেছেন, দক্ষিণ আফ্রিকায় টিকা নেওয়া এবং না নেওয়া দুই ধরনের মানুষের শরীরেও ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে, তবে তার লক্ষণ অতি সামান্যই।