গায়ে পড়তেই চিড়বিড়িয়ে উঠল গোটা শরীর, বাসে উঠে মহিলাদের তরল ছিটিয়ে পালাল যুবক

Bus: সেই সময় বাসটিতে উপস্থিত যাত্রীদের বয়ান অনুযায়ী, অভিযুক্ত বাসে উঠেই ওই রাসায়নিক তরল মহিলাদের লক্ষ্য করে ছুড়ে দেয়। শরীরে সেই তরল পড়ার সঙ্গে সঙ্গেই অসম্ভব জ্বালা শুরু হয়। অনেকের চোখ ঝলসে যাওয়ার উপক্রম হয়। আক্রান্ত একাধিক মহিলার কান্নায় মুহূর্তের মধ্যেই বাসের পরিস্থিতি পাল্টে যায়। চালক বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে বাস থামিয়ে দেন।

গায়ে পড়তেই চিড়বিড়িয়ে উঠল গোটা শরীর, বাসে উঠে মহিলাদের তরল ছিটিয়ে পালাল যুবক
মহিলাদের হেনস্থাImage Credit source: Meta AI
Follow Us:
| Updated on: Nov 30, 2024 | 11:29 PM

বিশাখাপত্তনম: এবার অন্ধ্রপ্রদেশ। ফের মহিলাদের হেনস্থার অভিযোগ উঠল। ভরা বাসে একাধিক মহিলাকে লক্ষ্য করে ক্ষতিকর রাসায়নিক তরল ছোড়ার অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয় এক যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই আলোড়ন পড়ে গিয়েছে বিশাখাপত্তনম শহরে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সেই সঙ্গে ওই বিশেষ রাসায়নিক ঘটনাস্থল থেকে উদ্ধার করে পাঠানো হয়েছে ফরেনসিক ল্যাবরেটরিতে।

কী ঘটেছে?

জানা গিয়েছে, শুক্রবার রাতে বিশাখাপত্তনম শহরে একটি সরকারি বাসে এই হঠাৎ হামলার ঘটনাটি ঘটে। ওই সময় যাত্রীবাহী বাসটি দাঁড়িয়ে ছিল কানচারাপেলাম আইটিআই জংশনে। অভিযোগ, সেই সময় অজ্ঞাত পরিচয়ে এক যুবক বাসে ওঠে। আচমকাই হাতে থাকা কিছু রাসায়নিক সে বাসে উপস্থিত তিন মহিলাকে লক্ষ্য করে ছুড়ে দেয়। ‘কান্ড’ ঘটিয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে চম্পট দেয় ওই যুবক। আচমকা এই ঘটনায় হলুস্থুল পড়ে যায়।

সেই সময় বাসটিতে উপস্থিত যাত্রীদের বয়ান অনুযায়ী, অভিযুক্ত বাসে উঠেই ওই রাসায়নিক তরল মহিলাদের লক্ষ্য করে ছুড়ে দেয়। শরীরে সেই তরল পড়ার সঙ্গে সঙ্গেই অসম্ভব জ্বালা শুরু হয়। অনেকের চোখ ঝলসে যাওয়ার উপক্রম হয়। আক্রান্ত একাধিক মহিলার কান্নায় মুহূর্তের মধ্যেই বাসের পরিস্থিতি পাল্টে যায়। চালক বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে বাস থামিয়ে দেন।

এদিকে, খবর পেয়ে ততক্ষণে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। তাঁরা আক্রান্তদের উদ্ধার করে একটি অটোয় করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। ঘটনার তদন্ত নেমে স্থানীয় বেশ কয়েকটি সিসিটিভি থেকে ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। অজ্ঞাত পরিচয় ওই যুবককে চিহ্নিত করা এখন তাদের উদ্দেশ্য। পাশাপাশি, ঘটনাস্থল থেকে ওই রাসায়নিক তরল উদ্ধার করে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। অন্যদিকে, হাসপাতাল সূত্রের খবর, আক্রান্ত মহিলারা প্রত্যেকেই বর্তমানে সুস্থ রয়েছেন। চিকিৎসা চলছে তাঁদের।