Onion Price: একটি ‘মেসেজ’ ভাইরাল হওয়ার পরই হু হু করে কমছে পেঁয়াজের দাম
Onion Price: এমনকী কোথাও কোথাও ১০০ টাকা দর উঠে যাওয়ায়, সাধারণ মধ্যবিত্ত পেঁয়াজ কিনতেই ভয় পাচ্ছে। তবে দ্রুত দাম কমাতে সব ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় সরকার। তার মধ্যেই এল সুখবর। কমছে দাম?
নাসিক: গত কয়েকদিন ধরে শিরোনামে রয়েছে পেঁয়াজের মূল্যবৃদ্ধি। শুধু দিল্লি বা কলকাতা নয়, দেশের সর্বত্র একই ছবি। আর দেশের প্রায় সব রাজ্যেই যে নাসিকের দিকে তাকিয়ে থাকে, সেই নাসিকেই এবার হু হু করে কমতে শুরু করল পেঁয়াজের দাম। শোনা যাচ্ছে, একটা মেসেজ ভাইরাল হয়ে যাওয়ার পরই নাকি পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। গত কয়েকদিন ধরে দেশের কোথাও ৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে পেঁয়াজ, কোথাও আবার ৮০ টাকা কেজি দরে। এমনকী কোথাও কোথাও ১০০ টাকা দর উঠে যাওয়ায়, সাধারণ মধ্যবিত্ত পেঁয়াজ কিনতেই ভয় পাচ্ছে। তবে দ্রুত দাম কমাতে সব ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় সরকার।
দীপাবলির আগে দাম কমাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ন্যুনতম রফতানি মূল্য বেঁধে দিয়েছে সরকার। ৮০০ ডলার প্রতি টন, এই দরের নীচে আর পেঁয়াজ রফতানি করা যাবে না। কেন্দ্রের এই সিদ্ধান্তের পরে কিছুটা দাম কমেছে পেঁয়াজের। এছাড়া মজুত করা পেঁয়াজও বাজারে ছাড়া হয়েছে। ফলে জোগান বেড়েছে, তার জেরেও দাম কমেছে। এরই মধ্যে সবার কাছে নাসিকের ব্যবসায়ীদের কাছে পৌঁছে গিয়েছে একটি মেসেজ। ৯ থেকে ১৮ নভেম্বর দীপাবলি উপলক্ষে বাজার বন্ধ থাকবে। এই মেসেজের জেরেও কমছে দাম।
জানা গিয়েছে, নাসিকের লাসাগাঁও-তে ৯ থেকে ১৮ নভেম্বর বাজার বন্ধ থাকবে। এদিকে, বাজারে পেঁয়াজের জোগান এত বেশি হয়ে গিয়েছে যে, কম দামে সেগুলি বিক্রি করে দিচ্ছেন ব্যবসায়ীরা। এদিকে, রফতানি মূল্য বেঁধে দেওয়ায় অসন্তুষ্ঠ ব্যবসায়ীদের একাংশ।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, NAFED ও NCCF-এর মাধ্যমে ২ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। পাইকারি বাজারে সেই পেঁয়াজ ২৫ টাকা কেজি দরে বিক্রি হবে। ফলে, সাধারণ মানুষ অনেক কম দামে পেঁয়াজ কিনতে পারবে বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, নাসিকেই উৎপন্ন হয় বেশিরভাগ পেঁয়াজ। সেগুলি পাঠানো হয় দেশের বিভিন্ন রাজ্যের বাজারে।