Opposition Parties: ‘অধিবেশনের শেষভাগ বাছাই কেন?’, অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা এগিয়ে আনতে চিঠি বিরোধীদের
No Confidence Motion: ইন্ডিয়া জোটের সদস্য লোকসভার নেতারা স্পিকার ওম বিড়লাকে একটি চিঠি দিয়েছেন। ওই চিঠিতে বলা হয়েছে, বাদল অধিবেশনের শেষ তিনদিন অনাস্থা প্রস্তাবের নিয়ে আলোচনার জন্য ধার্য করা হয়েছে। এই তারিখ যেন এগিয়ে আনা হয়।
নয়া দিল্লি: মণিপুর ইস্যু নিয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে বিবৃতি আদায় ও কেন্দ্রকে চাপে রাখতে সংসদে অনাস্থা প্রস্তাব (No Confidence Motion) এনেছে বিরোধী জোট ইন্ডিয়া (INDIA)। সেই প্রস্তাব গ্রহণও করা হয়েছে। লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla) জানিয়েছেন, আগামী ৮ অগস্ট বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে। ১০ অগস্ট সংসদে অনাস্থা প্রস্তাব নিয়ে জবাবি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কিন্তু এই ক’দিনও অপেক্ষা করতে রাজি নয় বিরোধীরা। সূত্রের খবর, বুধবারই বিরোধী দলগুলির তরফে লোকসভার স্পিকারের কাছে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার দিন এগিয়ে আনার জন্য় আবেদন জানানো হয়েছে। কেন্দ্রের আনা বিলগুলি নিয়ে যাতে আলোচনায় অংশ নিতে পারেন বিরোধীরা, তার জন্যই এই আর্জি।
বিরোধী জোটের এক শীর্ষ নেতা সূত্রে জানা গিয়েছে, ইন্ডিয়া জোটের সদস্য লোকসভার নেতারা স্পিকার ওম বিড়লাকে একটি চিঠি দিয়েছেন। ওই চিঠিতে বলা হয়েছে, বাদল অধিবেশনের শেষ তিনদিন অনাস্থা প্রস্তাবের নিয়ে আলোচনার জন্য ধার্য করা হয়েছে। এই তারিখ যেন এগিয়ে আনা হয়। আগামী দুই-তিনদিনের মধ্যেই যদি অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা ও ভোটাভুটি হয়ে যায়, তবে পরের দিনগুলিতে সরকার পক্ষ প্রস্তাবিত বিল পেশ করতে পারবেন এবং বিরোধীরাও বিল নিয়ে আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন।
সূত্রের খবর, লোকসভার পর এবার রাজ্যসভাতেও একই পথে হাঁটার পরিকল্পনা করছে বিরোধীরা। রাজ্যসভাতেও অনাস্থা প্রস্তাব বা নিদেনপক্ষে নিন্দা প্রস্তাব আনা হতে পারে। তবে ইন্ডিয়া জোটের একটি শিবির এই প্রস্তাব এনে নিজেদের মুখ পোড়াতে নারাজ। সেই কারণেই তারা এই প্রস্তাবে এখনও সম্মতি জানাননি।