Parliament Update: ওম বিড়লাকে অধিবেশনে যোগ দেওয়ার আর্জি অধীরের, বিক্ষোভে দুপুর অবধি মুলতুবি লোকসভা

Parliament Monsoon Session Update: আজও মণিপুর ইস্যু নিয়ে উত্তাল হতে পারে সংসদ। তবে এ দিন সংসদে একাধিক বিল পেশ ও পাশ করানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রের।

Parliament Update: ওম বিড়লাকে অধিবেশনে যোগ দেওয়ার আর্জি অধীরের, বিক্ষোভে দুপুর অবধি মুলতুবি লোকসভা
অধীরের আর্জি।Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 03, 2023 | 12:10 PM

নয়া দিল্লি: মণিপুর ইস্য়ু নিয়ে উত্তাল সংসদ। সরকার ও বিরোধীদের বাদানুবাদ ও বিক্ষোভের জেরে প্রতিদিনই মুলতুবি হয়ে গিয়েছে লোকসভা ও রাজ্যসভা। আজও মণিপুর ইস্যু নিয়ে উত্তাল হতে পারে সংসদ। তবে এ দিন সংসদে একাধিক বিল পেশ ও পাশ করানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। সংসদের যাবতীয় আপডেট দেখে নিন এক নজরে-

  1. রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় এ দিন বিরোধী নেতাদের মণিপুর ইস্যু নিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
  2. বিরোধীদের বিক্ষোভে দুপুর দুটো অবধি  মুলতুবি হয়ে গেল লোকসভা।
  3. লোকসভার স্পিকার ওম বিড়লাকে অধিবেশনে যোগ দেওয়ার অনুরোধ করলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, “ওঁ আমাদের অভিভাবক”। ভারপ্রাপ্ত স্পিকার রাজেন্দ্র আগরওয়াল জানান, কংগ্রেস নেতার এই বার্তা তিনি স্পিকারের কাছে পৌঁছে দেবেন।
  4. কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল বলেন, “গতকাল বিজেপি লোকসভায় অশান্তি করেছিল। ওঁরা গণতন্ত্রে বিশ্বাস করে না এবং সংসদ নিয়ে প্রহসন করছে। সব জায়গায় বিভাজনের রাজনীতি করছে বিজেপি।”
  5. কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেন, “প্রথমেই অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা করা প্রয়োজন ছিল, কিন্তু মাঝে দিল্লি অধ্যাদেশ বিল চলে এল। ইচ্ছাকৃতভাবেই এটা করা হয়েছে যাতে বিরোধীদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যায়। কিন্তু আমরা নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছি। যেদিন এই বিল পেশ করা হয়, সেই দিনই আমরা বিরোধিতা করেছি।”
  6. রাজ্য়সভায় অনাস্থা প্রস্তাব বা নিন্দা প্রস্তাব আনতে পারে বিরোধীরা।
  7. কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি লোকসভায় চিনের সঙ্গে সীমান্ত সমস্যা নিয়ে আলোচনার জন্য মুলতুবি প্রস্তাব দিলেন।
  8. এ দিন লোকসভায় ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল ২০২৩ পেশ করবেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বীনী বৈষ্ণব।
  9. লোকসভায় ফার্মাসি (সংশোধনী) বিল ২০২৩ পেশ করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।
  10. লোকসভায় ইন্ডিয়ান ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট (সংশোধনী) বিল পেশ করবেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
  11. লোকসভায় ইন্টার-সার্ভিস অর্গানাইজেশন (কম্যান্ড, কন্ট্রোল অ্যান্ড ডিসিপ্লিন) বিল পেশ করবেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
  12. গতকালই বিজেপির তরফে হুইপ জারি করে সমস্ত সাংসদকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়।