স্রেফ ৫০ ঘণ্টায় তৈরি অক্সিজেন প্ল্যান্ট, নজির গড়ল মধ্য প্রদেশ

কয়েকদিন পরই সেখান থেকে ৭০০ সিলিন্ডার রি-ফিল করা যাবে বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে।

স্রেফ ৫০ ঘণ্টায় তৈরি অক্সিজেন প্ল্যান্ট, নজির গড়ল মধ্য প্রদেশ
অক্সিজেন প্ল্যান্ট
Follow Us:
| Updated on: May 01, 2021 | 12:48 PM

রেবা: করোনা (COVID) সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত গোটা দেশ। ভেঙে পড়েছে স্বাস্থ্য পরিকাঠামো। রাজধানীতে অক্সিজেনের আকাল। শ্বাস নিতে না পেরে প্রাণ হারাচ্ছেন করোনা আক্রান্তরা। এই পরিস্থিতিতে স্রেফ ৫০ ঘণ্টায় অক্সিজেন প্ল্যান্ট তৈরি করে নজির গড়ল মধ্য প্রদেশের রেবা জেলা প্রশাসন। সেখানে ৫০ ঘণ্টায় ইঞ্জিনয়র ও আধিকারিকদের অদম্য চেষ্টায় তৈরি হয়েছে অক্সিজেন প্ল্যান্ট। যার মাধ্যমে ১০০ সিলিন্ডারে অক্সিজেন দেওয়া সম্ভব হবে।

কয়েকদিন পরই সেখান থেকে ৭০০ সিলিন্ডার রি-ফিল করা যাবে বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে। রেবা জেলায় এখনও ৫০ কিলো লিটার অক্সিজেন মজুত আছে। কালেক্টর ইলোয়ারাজা টি জানিয়েছেন, ৮ বিধায়কের তহবিল থেকে ১৭০টি অক্সিজেন কনসেনট্রেটর কেনা হয়েছে। যার মধ্যে ইতিমধ্যেই ৭০টি কার্যকরী রয়েছে। বাকি ১০০টি দু’দিনের মধ্যেই কার্যকরী হবে বলে জানা গিয়েছে। রেবা জেলায় এখনও অক্সিজেনযুক্ত ২০০ বেড উপলব্ধ রয়েছে। যার মধ্যে ৫২টি অক্সিজেনযুক্ত বেড ১২ কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে তৈরি করা হয়েছে।

অক্সিজেন প্ল্যান্ট তৈরি হওয়ার ফলে সুপার স্পেশালিটি হাসপাতাল একেবারে আত্মনির্ভর হয়ে গিয়েছে। এই অক্সিজেন প্ল্যান্টের মাধ্যমে ১০০ সিলিন্ডারে অক্সিজেন দেওয়ার ফলে রোগীদের অত্যন্ত উপকার হচ্ছে। গত ২৯ এপ্রিল থেকে ওই অক্সিজেন প্ল্যান্টের মাধ্যমে প্রাণবায়ু সরবরাহ চলছে। চিকিৎসকদের মতে, এই প্ল্যান্ট অত্যন্ত উপকারী ও রোগীদের প্রাণদায়ী হয়ে উঠেছে।

আরও পড়ুন: একের পর এক হাসপাতালের প্রত্যাখ্যান, গাড়িতেই ৩ ঘণ্টা পড়ে থেকে মৃত্যু হল করোনা রোগীণীর