ভিডিয়ো: চলন্ত ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝে পড়ে গেলেন যাত্রী! কী হল তারপর?
Railway Stations, গত মাসেই, এক আরপিএফ কনস্টেবলের (RPF Constable) সক্রিয়তায় প্রাণ বেঁচেছিল এক মহিলার। চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া এক মহিলাকে মৃত্যুর মুখ থেকে উদ্ধার করেন ওই আরপিএফ কনস্টেবল
মুম্বই: দুর্ঘটনা জানিয়ে আসেনা। বিন্দুমাত্র অসতর্কতা বা ভাগ্যের লিখন, দুর্ঘটনার মুখে পড়তে হয়। দুর্ঘটনার সময় প্রাণ বাঁচাতে অনেক সময়ই আবির্ভূত হন অনেকে। এমনই এক সাক্ষী রইল মহারাষ্ট্রের (Maharastra) কল্যাণ রেলওয়ে স্টেশন (Kalyan Railway Station)। রেলের এক পয়েনটসম্যানের তৎপরতায় প্রাণ বাঁচল এক জনের। সেই দুর্ঘটনার মূহুর্তে ছবি সামনে আসার পর থেকে ওই পয়েন্টসম্যানকে কুর্নিশ জানিয়েছেন অনেকে। এই ভিডিয়ো দেখার পর আপনিও হয়ত ওই ব্যক্তিতে সম্মান জানাবেন।
ডিআরএম মুম্বই সিআর থেকে টুইট করা এক ভিডিয়োতে বলা হয়েছে পয়েন্টসম্যান শ্রী শিবজি সিং (Sivaji Singh)। কল্যাণ স্টেশন থেকে ১১ টা ৫৪ মিনিটে রওনা দেওয়া আপ ০২৩২১ ট্রেন থেকে পড়ে গিয়ে ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝে চলে যাচ্ছিলেন এক যাত্রী। সেই সময় সজাগ থাকা পয়েন্টসম্যান তাঁকে রক্ষা করেন।
দেখে নিনি ভিডিয়ো
Pointsman of Kalyan station @drmmumbaicr saved the life of a passenger.on 14.11.2021 As 02321up left at Kalyan station at 11.54 hrs, Pointsman Shri Shivji Singh noticed a passenger falling between the platform and the train.The pointsman immediately helped him and saved his life pic.twitter.com/jRpa4iN3Sz
— DRM MUMBAI CR (@drmmumbaicr) November 16, 2021
এই টুইটটি শেয়ার করে জানানো হয়েছে, চলন্ত ট্রেনে ওঠা বা চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করা বিপজ্জনক। গত মাসেই, এক আরপিএফ কনস্টেবলের (RPF Constable) সক্রিয়তায় প্রাণ বেঁচেছিল এক মহিলার। চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া এক মহিলাকে মৃত্যুর মুখ থেকে উদ্ধার করেন ওই আরপিএফ কনস্টেবল। মহারাষ্ট্রের রাজধানী মুম্বইয়ের (Mumbai) সান্ধারাস্ট রোড রেলওয়ে স্টেশনের (Sandhurst Road Station) ঘটনাটি ঘটে বলেই জানা গিয়েছে। চলন্ত ট্রেন থেকে মহিলা পড়ে যাওযার সময়তেই ঝাঁপিয়ে পড়েন কনস্টেবল স্বপ্না গোলকর এবং দ্রুত ওই মহিলার প্রাণ বাঁচাতে সক্ষম হন তিনি, নইলেই ট্রেনের নীচে চাপা পড়ে তাঁর মৃত্যু অনিবার্য ছিল বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন Liquor Consumption: ‘নিজের ঘরে বসে, কারও সমস্যা না করে মদ্য পান অপরাধ নয়’; পর্যবেক্ষণ হাইকোর্টের