Attack on Doctor: চিকিৎসা করাতে এসে চিকিৎসককে ছুরির কোপ!

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চিকিৎসককে হামলায় অভিযুক্ত রোগীর নাম রাজকুমার। তিনি বিহারের বাসিন্দা। স্যার গঙ্গা রাম হাসপাতালে নিউরোলজির চিকিৎসক দেখাত এসেছিলেন।

Attack on Doctor: চিকিৎসা করাতে এসে চিকিৎসককে ছুরির কোপ!
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 26, 2023 | 8:38 PM

নয়াদিল্লি: হাসপাতালে এসেছিলেন চিকিৎসা করাতে। চিকিৎসকের সঙ্গে কথা বলার সময়ই তাঁর উপর হামলা চালানোর অভিযোগ উঠল এক রোগীর বিরুদ্ধে। রোগীর ছুরি দিয়ে হামলার জেরে গুরুতর আহত হয়েছেন দিল্লির বেসরকারি হাসপাতালের সিনিয়র চিকিৎসক। বুধবার এই ঘটনা ঘটেছে। আহত চিকিৎসকের নাম সতনম সিং ছাবরা। তিনি মধ্য দিল্লির করোলবাগে অবস্থিত স্যার গঙ্গা রাম হাসপাতালের নিউরোলজি বিভাগের চেয়ারম্যান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চিকিৎসককে হামলায় অভিযুক্ত রোগীর নাম রাজকুমার। তিনি বিহারের বাসিন্দা। স্যার গঙ্গা রাম হাসপাতালে নিউরোলজির চিকিৎসক দেখাত এসেছিলেন। ডাক্তারের চেম্বারে গিয়ে কথা বলার সময় আচমকা পকেট থেকে ছুরি বের করে হামলা করেন বলে অভিযোগ। হাসপাতালে নিরাপত্তরক্ষীদের হস্তক্ষেপে গুরুতর আঘাত থেকে বেঁচেছেন ওই চিকিৎসক। তবে তাঁর হাত কেটে গিয়েছে। এর পর পুলিশের হাতে অভিযুক্তকে তুলে দেন হাসপাতালের নিরাপত্তারক্ষীরা।

পুলিশ জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে প্রিভেনশন অব ভায়োলেন্স এগেনস্ট ডকটর্স, মেডিক্যাল প্রফেশনাল অ্যান্ড মেডিক্যাল ইনস্টিটিউশন অ্যাক্ট, ২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জানা গিয়েছে, ওই চিকিৎসক প্রায় তিন দশক ধরে দিল্লির ওই হাসপাতালে চিকিৎসা করেন।