ভিডিয়ো: দ্বাদশ শ্রেণিতে ফেল, ছাদ থেকে লাফ মারলেন তরুণী! তার পর…

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী দ্বাদশ শ্রেণীর পড়ুয়া। সম্প্রতি তিনি দ্বাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষায় পাশ করতে পারেননি। এর জেরেই অবসাদে ভুগছিলেন তিনি। সে জন্যই ছাদ থেকে লাফ দেওয়ার সিদ্ধান্ত নেন।

ভিডিয়ো: দ্বাদশ শ্রেণিতে ফেল, ছাদ থেকে লাফ মারলেন তরুণী! তার পর...
ছাদ থেকে লাফ ছাত্রীরImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 01, 2023 | 6:47 PM

পটনা: বহুতলের ছাদে বসে রয়েছেন এক তরুণী। তাঁকে দেখে নীচে রীতিমতো ভিড় জমে গিয়েছে। অনেকেই নীচ থেকে চিৎকার করে তাঁকে সরে যেতে বলছেন। কিন্তু সে কথায় কর্ণপাত না করে হঠাৎই ছাদ থেকে লাফ মারেন তিনি। তবে মাটিতে আছড়ে পড়ার আগে তাঁকে লুফে নেন এক যুবক। এর জেরে মাটিতে এসে সরাসরি পড়েননি ওই তরুণী। কিন্তু গুরুতর আঘাত পেয়েছেন। তবে আঘাত পেলেও ওই যুবকের জন্য প্রাণে বেঁচেছেন ওই তরুণী। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি ঘটনাটি ঘটেছে বিহারের পটনায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী দ্বাদশ শ্রেণীর পড়ুয়া। সম্প্রতি তিনি দ্বাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষায় পাশ করতে পারেননি। এর জেরেই অবসাদে ভুগছিলেন তিনি। সে জন্যই ছাদ থেকে লাফ দেওয়ার সিদ্ধান্ত নেন।

তবে ছাদ থেকে লাফ দিলেও রাস্তায় দাঁড়িয়ে থাকা এক যুবকের সহায়তায় সরাসরি মাটিতে পড়েননি তিনি। সে জন্য প্রাণে বেঁচে গিয়েছেন বলে মত স্থানীয় বাসিন্দাদের। তবে আত্মহত্যার চেষ্টা করায় গুরুতর আহত ওই তরুণী। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে এইমস পটনাতেও ঘটেছিল পড়ুয়ার আত্মহত্যার ঘটনা। এ মাসের শুরুতে এইমস পটনার এক পোস্টগ্র্যাজুয়েট পড়ুয়া হস্টেলের ঘরে আত্মঘাতী হন। সে ক্ষেত্রেও পড়াশোনার অবসাদের জেরে আত্মহত্যার অভিযোগ উঠেছিল।