COVID 19 Nasal Vaccine: করোনার নাজ়াল ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শেষ, কবে আসবে বাজারে?
COVID 19: চলতি বছরের জানুয়ারি মাসে ভারত বায়োটেকের কোভিড ১৯ নাজ়াল ভ্যাকসিনকে তৃতীয় পর্যায়ের ট্রায়ালের জন্য অনুমতি দিয়েছিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া।
নয়া দিল্লি: করোনার (COVID 19) বিরুদ্ধে লড়াইয়ে আরও একধাপ এগোল ভারত বায়োটেক। শেষ হয়েছে ভারত বায়োটেক কোভিড ১৯ নাজ়াল ভ্যাকসিনের (COVID 19 Nasal Vaccine) তৃতীয় পর্যায়ের ট্রায়াল। শনিবার ভারত বায়োটেকের (Bharat Biotech) চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণা এল্লা এ কথা জানিয়েছেন। আগামী মাসে এই ট্রায়ালের যাবতীয় তথ্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (DCGI)-কে জমা দেওয়া হবে। শনিবার সংবাদ সংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে কৃষ্ণা এল্লা জানিয়েছেন, “আমরা সবে মাত্র ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করেছি এবং ডেটা অ্যানালিসস প্রক্রিয়া চলছে। আগামী মাসে আমরা এই তথ্য নিয়ামক সংস্থার কাছে জমা দেব। যদি সব ঠিক থাকে, তাহলে আমরা এই নাজ়াল ভ্যাকসিন বাজারে আনার অনুমতি পেয়ে যাব এবং এটিই হবে বিশ্বের প্রথম ক্লিনিক্যালি প্রমাণিত নাজ়াল কোভিড ১৯ ভ্যাকসিন।”
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে ভারত বায়োটেকের কোভিড ১৯ নাজ়াল ভ্যাকসিনকে তৃতীয় পর্যায়ের ট্রায়ালের জন্য অনুমতি দিয়েছিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া। ভারত বায়োটেকের কৃষ্ণা এল্লা বর্তমানে প্যারিসে রয়েছেন। সেখানে ভিভা টেকনোলজি ২০২২-এ কান্ট্রি অব দ্য ইয়ার ঘোষিত হয়েছে ভারত। সেখানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণা এল্লা।
এর পাশাপাশি কোভিড ১৯-এর বুস্টার ডোজ় প্রসঙ্গে কৃষ্ণা এল্লা জানান, যাঁরা করোনা টিকার দ্বিতীয় ডোজ় নিয়েছেন, তাঁদের বুস্টার ডোজ় অবশ্যই নেওয়া দরকার। কৃষ্ণা এল্লা জানিয়েছেন, “করোনার বুস্টার ডোজ় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আমি সবসময় বলি, বুস্টার ডোজ় হল যে কোনও টিকাকরণের ক্ষেত্রে একটি চমৎকার ডোজ়। এমনকী ছোটদের ক্ষেত্রেও করোনার প্রথম দুটি ডোজ় সেভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা দিতে পারে না। কিন্তু তৃতীয় ডোজ় নিলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বেড়ে যায়। প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রেও একইরকম কাজ দেখা যায়। কোভিড ১৯ পুরোপুরি নির্মূল করা যাবে না। করোনার ভাইরাস থাকবে এবং আমাদের এর সঙ্গেই থাকতে হবে।”