PM Modi in Gujarat: ‘পরিশ্রমের কাজ, আগ্রহই ছিল না কংগ্রেসের’, নিজ রাজ্যে আদিবাসীদের মাঝে প্রধানমন্ত্রী মোদী

PM Modi in Gujarat: শুক্রবার (১০ জুন), গুজরাটের নবসারী জেলার এক আদিবাসী অধ্যূষিত এলাকায় বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করলেন পরিশ্রমের কাজ বলে কংগ্রেস আদিবাসী অধ্যূষিত এলাকাগুলির উন্নয়নের কথা কখনও ভাবেনি।

PM Modi in Gujarat: 'পরিশ্রমের কাজ, আগ্রহই ছিল না কংগ্রেসের', নিজ রাজ্যে আদিবাসীদের মাঝে প্রধানমন্ত্রী মোদী
আদিবাসী সংস্কৃতি মেনে প্রদানমন্ত্রীকে স্বাগত জানানো হচ্ছে
Follow Us:
| Edited By: | Updated on: Jun 10, 2022 | 3:39 PM

আহমেদাবাদ: কংগ্রেস আদিবাসী অধ্যূষিত এলাকাগুলির উন্নয়নের কথা ভাবেইনি। কারণ এই কাজটা বেশ পরিশ্রমের। শুক্রবার (১০ জুন), নিজ রাজ্য গুজরাট সফরে এসে, কংগ্রেসকে ফের একবার কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী মোদী। এদিন তিনি, নবসারী জেলার এক আদিবাসী অধ্যূষিত এলাকায় বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করতে এসেছিলেন, অংশ নেন ‘গুজরাট গৌরব অভিযানেও’। সেখানেই ভাষণ দিতে গিয়ে মোদী বলেন, ‘যারা দীর্ঘদিন এই দেশ শাসন করেছেন, তারা কখনই আদিবাসী এলাকাগুলির উন্নয়নে আগ্রহ দেখাননি, কারণ এর জন্য কঠোর পরিশ্রমের প্রয়োজন।’

এদিন প্রধানমন্ত্রী নবসারীর আদিবাসী অধ্যূষিত এলাকা কুড়ভেল-এ ৩,০৫০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী দাবি করেন, গত আট বছরে তাঁর সরকার আদিবাসী এলাকার এই ছবি পাল্টে দিয়েছে। তিনি বলেন, ‘গত দুই দশকে রাজ্যের দ্রুত উন্নয়ন গুজরাটের গর্ব। গত আট বছরে, সবকা সাথ, সবকা বিকাশের মন্ত্র অনুসরণ করে, আমাদের সরকার রাজ্যের জনগণের কল্যাণে সর্বোচ্চ জোর দিয়েছে’।

চলতি বছরের শেষেই গুজরাট বিধানসভা ভোট। বিরোধীদের দাবি, সেই ভোটকে পাখির চোখ করেই উন্নয়নের ডালি নিয়ে রাজ্যে এসেছেন নরেন্দ্র মোদী। বিশেষ করে, ২০১৭ সালের নির্বাচনে আদিবাসী অধ্যূষিত গ্রামীন এলাকাগুলিতে বিজেপি সেভাবে দাঁত ফোটাতে না পারায়, আদিবাসী জনতার মন পেতে চাইছে গেরুয়া শিবির। তবে, প্রধানমন্ত্রী এদিন দাবি করেছেন, নির্বাচনে জেতার লক্ষ্যে তিনি উন্নয়নের কাজ করেন না। তিনি এই ধরণের প্রকল্প শুরু করেন মানুষের জীবনের মান উন্নয়নের জন্য। ৩,০৫০ কোটি টাকার বিভিন্ন সরকারি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পাশাপাশি, এদিন নবসারীতকে প্রধানমন্ত্রী এএম নায়েক হেলথকেয়ার কমপ্লেক্স, নিরালি মাল্টিস্পেশালিটি হাসপাতাল এবং খারেল এডুকেশন কমপ্লেক্সের উদ্বোধন করেন।

দিনের পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী মোদী, আহমেদাবাদে ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রোমোশন অ্যান্ড অথোরাইজেশন সেন্টার বা ইনস্পেস-এর সদর দফতরের উদ্বোধন করবেন। এতদিন পর্যন্ত ভারতে মহাকাশ চর্চার ক্ষেত্রে বেসরকারি সংস্থার ভূমিকা ছিল অত্যন্ত সীমিত। ইসরোর বিভিন্ন প্রকল্পে যন্ত্রাংশ জোগান দেওয়া ছাড়া তাদের আর কিছু করার উপায় ছিল না। মোদী সরকারের নয়া মহাকাশ নীতির কারণে, বেসরকারি সংস্থাও মহাকাশ যাত্রা আয়োজন করার অনুমোদন পাবে। আশা করা হচ্ছে ভারতেও স্পেসএক্স বা ব্লু-অরিজিনের মতো বেসরকারি মহাকাশ সংস্থা উঠে আসবে। প্রধানমন্ত্রী বলেছেন, ‘ইনস্পেস ভারতের মহাকাশ ক্ষেত্রে বড় পরিবর্তন আনবে’।

গুজরাট বিধানসভা নির্বাচনের মাত্র কয়েকমাস আগে রাজ্যে প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ২০২২ সালের ডিসেম্বরেই বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যে নির্বাচনের দামাম বেজে গিয়েছে। বিজেপি বনাম কংগ্রেসের চিরাচরিত দ্বিমুখী লড়াইয়ে, এবার ভাগ বসিয়েছে আম আদমি পার্টিও। ইতিমধ্যেই রাজ্যে বেশ কয়েকটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। অন্যদিকে, মুখে স্বীকার না করলেও আপের এই দ্রুত উত্থানে কপালের ভাঁজ বেড়েছে বিজেপিরও। ইতিমধ্যেই, আহমেদাবাদে অমিত শাহর উপস্থিতিতে একটি চিন্তন বৈঠক করেছে বিজেপি। সেখানেই কংগ্রেসের পাশাপাশি আপ বধের রণকৌশলও তৈরি করা হয়েছে।