Anurag Thakur: মোদীর ত্রিদেশীয় সফর দেশ ও দেশবাসীর গর্ব বাড়িয়েছে: অনুরাগ
PM Narendra Modi: গত কয়েকদিনে বিশ্ব রাজনীতিতে যেভাবে ভারত এবং ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে আলোচনা চলেছে, সেটা সাধারণ ব্যাপার নয়। প্রধানমন্ত্রীর এই সফর আত্মনির্ভরশীল ভারতের একটি প্রতীক হয়ে উঠেছে।
নয়া দিল্লি: ত্রিদেশীয় সফর (3 countries visit) সম্পূর্ণ করে বৃহস্পতিবার দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তাঁর এই সফর কেবল কূটনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ ছিল না, আন্তর্জাতিক ক্ষেত্রে সমগ্র দেশ ও দেশবাসীর গর্ব বাড়িয়েছে বলে টুইট করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৬ দিনের এই বিদেশ সফর ‘আত্মনির্ভরশীল ভারতের একটি সাক্ষ্যস্বরূপ’ বলেও টুইটারে ভিডিয়ো-বার্তা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
কেন্দ্রীয় মন্ত্রীর টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৬ দিনের ত্রিদেশীয় সফরের তাৎপর্য তুলে ধরে এদিন টুইট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। টুইটারে তিনি লিখেছেন, “প্রধানমন্ত্রী মোদীর ৬ দিনের এই বিদেশ সফর ভারত, ভারতীয়ত্ব এবং ১৪০ কোটি ভারতবাসীর গর্ব বৃদ্ধি করেছে। এই গত কয়েকদিনে বিশ্ব রাজনীতিতে যেভাবে ভারত এবং ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে আলোচনা চলেছে, সেটা সাধারণ ব্যাপার নয়। প্রধানমন্ত্রীর এই সফর আত্মনির্ভরশীল ভারতের একটি প্রতীক হয়ে উঠেছে।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাধ্যমে কীভাবে বিশ্ব দরবারে দেশের সম্মান বৃদ্ধি পেয়েছে, তাও ভিডিয়ো-বার্তায় উল্লেখ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। টুইট-পোস্টে ভিডিয়ো-বার্তায় তিনি বলেন, “ইতিহাস ঘাঁটলে দেখা যায়, পশ্চিমি দেশের প্রতিনিধিরা কোথাও ভ্রমণে গেলে তাঁদের প্রভাব যেমন সারা বিশ্বে পড়ত, তেমনই আজ সেই প্রভাব ভারতের প্রধানমন্ত্রীর ক্ষেত্রে দেখা গিয়েছে। জি-৭ সামিটে ভারতের প্রতিনিধি হিসাবে যাওয়া, সকলের সামনে নিজের বক্তব্য প্রভাবশালী হিসাবে তুলে ধরা অথবা বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করা, এছাড়া অন্যন্য বড় শিল্পী, সাহিত্যিক, উদ্যোগপতিদের সঙ্গে সাক্ষাৎ করা ও ভারতের সঙ্গে তাঁদের মিলিত করার যে কাজ প্রধানমন্ত্রী করেছেন, তার সুফল ভবিষ্যতে মিলবে।” এছাড়া বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছে ভারতের প্রধানমন্ত্রী যে সম্মান পেয়েছেন, তা সমগ্র দেশের ‘গর্ব’ বলে উল্লেখ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর কথায়, “যেভাবে জাপানে আমেরিকার রাষ্ট্রপতি মোদীজিকে সম্মান দিয়েছেন, পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী স্বাগত-অভিনন্দন জানিয়েছেন এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে ‘দ্য বস’ বলেছেন, সেটা ঐতিহাসিক। এটা কেবল প্রধানমন্ত্রীর নয়, ১৪০ কোটি ভারতীয়ের প্রতিনিধির সম্মান। ভারত ও ভারতবাসীর সম্মান। এটা সমস্ত ভারতীয়কে সম্মান দিয়েছে। ফিজি ও পাপুয়া নিউ গিনি তাদের দেশের সর্বোচ্চ সম্মান মোদীজিকে দিয়েছে, এটা সাধারণ কথা নয়। প্রধানমন্ত্রী বিশ্বের মঞ্চে ভারতকে নতুন উচ্চতার শিখরে পৌঁছে দিয়েছে।”
বিশ্বের দরবারে ভারতকে বিশেষ উচ্চতায় উন্নীত করেই থেমে যাননি প্রধানমন্ত্রী, অক্লান্তভাবে তিনি দেশকে এগিয়ে নিয়ে চলার কাজ চালিয়ে যাচ্ছেন। বিদেশ সফর সেরে দেশে ফিরেই প্রধানমন্ত্রী বিশ্রাম না নিয়ে কাজে যোগ দিয়েছেন। সেটা শিক্ষণীয় উল্লেখ করে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, “৬ দিনের ব্যস্ততার পর প্রধানমন্ত্রী দেশে ফিরে এসে মাত্র দু-ঘণ্টার মধ্যে সরকারি ও রাজনৈতিক কাজে যোগ দিয়েছেন। এর থেকে বোঝা যায় যে, ওঁনার ক্লান্তি নেই, উনি থামেন না। চরৈবতি, চরৈবতি মন্ত্র নিয়ে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন এবং মোদীজির নেতৃত্বে ভারতের মান-সম্মান সারা বিশ্বে বেড়ে চলেছে।”
#WATCH | Union Minister Anurag Thakur says, “PM Modi’s 6-day visit to foreign countries, enhanced the pride of India, Indianness and 140 crore India. In the past few days, the manner in which India and the PM are being discussed in global politics, is not ordinary. This visit of… pic.twitter.com/P8cXrdaALu
— ANI (@ANI) May 25, 2023
প্রসঙ্গত, গত সপ্তাহেই ৬ দিনের ত্রিদেশীয় সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাপানের হিরোসিমায় জি-৭ সামিটে যোগ দেওয়ার পর পাপুয়া নিউ গিনি এবং অস্ট্রেলিয়া সফরে যান তিনি। তিন দেশেই উষ্ণ অভ্যর্থনা জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিন দেশের সফর শেষ করে এদিন সকালেই দেশে ফিরে এসেছেন তিনি।